প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা
প্রকাশিত:
১ অক্টোবর ২০১৮ ০৮:১০
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।সিডনির ল্যাকেম্বাথর স্থানীয় এক রেষ্টুরেন্টে সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক।
উপস্হিত ছিলেন আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল আলম শাহাজাদা, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলী শিকদার, আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ,আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান কচি, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রসেনজিত চৌধুরী মিকু, আওয়ামী লীগ সিডনি শাখার প্রচার সম্পাদক শাহজাহান মিলটন, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্হিত ছিলেন।
জন্মদিনের অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টে শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা, জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর সন্তান সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন আহসান হাবীব।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: