বাংলাদেশি প্রকৌশলীদের সংবর্ধনা দিল আইইবি অস্ট্রেলিয়া
প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৮ ০৭:৩৭
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৩১

গত ১৪ অক্টোবর রোববার সিডনির একটি ফাংশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের সংগঠন আইইবি অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে আসা প্রকৌশলীদের সংবর্ধনা দিয়েছে । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, সহসভাপতি প্রকৌশলী নুরুজ্জামান ও প্রকৌশলী কাজী খায়রুল বাসার এবং সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার ফারাহ জেবা প্রমুখ। এ ছাড়া, অনুষ্ঠানে আইইবি অস্ট্রেলিয়ার সভাপতি প্রকৌশলী আবদুল মতিন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: