সিডনিতে বিজয় দিবস কনসার্টের টিকিট বিক্রি শুরু
প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৮ ০২:৪৩
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:২৪

আগামী ২২ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিডনিতে মুক্ত আকাশের নিচে জমজমাট কনসার্টে সংগীত পরিবেশন করবেন সোলস, ওয়ারফেজ ও ঐশী। গ্রিনফিল্ড ইন্টারটেইনমেন্ট এর উদ্যোগে সিডনির বেলমোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিজয় দিবস মেগা কনসার্ট। দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠানে থাকছেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস, ওয়ারফেইজ, শিল্পী ঐশীর পাশাপাশি থাকবেন কৌতুক অভিনেতা মোঃ জামিল হোসেন ও আবু হেনা রনি ও ডিজে রাফসান।আজ সন্ধ্যায় ল্যাকেম্বার গ্রামীন চটপটিতে অনুষ্ঠানের টিকিট উন্মুক্ত করা হবে।
কনসার্টে জন প্রতি প্রবেশ ফি ২৫ ডলার তবে অনুর্ধ্ব ১২ বছর পর্যন্ত কোন প্রবেশ মূল্য লাগবে না। সিডনির বিভিন্ন গ্রোসারী শপ সহ অনলাইনে ( www.eventsntickets.com.au ) খু টিকিট ক্রয় করা যাবে। কনসার্টের স্টল, স্পনসর সহ যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন - ০৪৩৩২৪০৩১৪, ০৪৩৩৮০৭৩৬৭, ০৪০২৭০৬৬৬২, ০৪৫১২৭১১৫৯ নাম্বারে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: