সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডের বৈশাখী মেলার প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৮ ০৩:৫৩

আপডেট:
২০ মে ২০২৪ ১৮:২২

ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডের বৈশাখী মেলার প্রস্তুতি নিয়ে  সাংবাদিক সম্মেলন

সিডনি তথা অস্ট্রেলিয়ার স্বনামধন্য সামাজিক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ সিডনি ইনক’র ‘বৈশাখী মেলা-১৪২৬ এবং সাংস্কৃতিক উৎসব’ আগামী আগামী ৬ এপ্রিল (শনিবার) ফেয়ার ফিল্ড শো গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ।



এই বারের মেলার গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন অস্টার বিল্ট। ফলে এবারের মেলার নাম হচ্ছে ‘অস্টার বিল্ট বৈশাখী মেলা-১৪২৬





সাংবাদিক সম্মেলনে বলা হয়: প্রতি বছরের মতো এবছরের মেলায়ও একাধিক স্টল, দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মরণিকা প্রকাশ এবং বৈশাখী পুরষ্কার প্রদান করা হবে। সঙ্গীতানুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবেন বাংলাদেশের  জনপ্রিয় একজন শিল্পি। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে।



 



আরো থাকছে শিশু-কিশোর-কিশোরীদের জন্য রাইড ও গেম, রকমারী পণ্যের অর্ধ শতাধিক স্টল, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।



সাংবাদিক সম্মেলন সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আইনজীবি সিরাজুল হক বক্তব্য রাখেন,   বঙ্গবন্ধু পরিষদ সিডনি ইনক’র  উপদেষ্টা ডঃ রতন কুন্ডু , বঙ্গবন্ধু পরিষদ সিডনি ইনক’র সভাপতি মাসুদুল হক, সাধারন সম্পাদক গাউসুল আলম শাহাজাদা, ডঃ কাইউম পারভেজ, কাউন্সিলর শাহে জামান, কাউন্সিলর মোঃ হুদা প্রমুখ।





মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহাজাদা সাংবাদিকদের জানান, "এবারের মেলায় প্রচুর দর্শক সমাগম, তাদের সার্বিক সুযোগ সুবিধা ও পার্কিং এর কথা বিবেচনা করে উন্মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে লোকজ ঐতিয্যের আমেজ পেতে এখন থেকেই পর্যাপ্ত চেষ্টা করে যাচ্ছেন মেলা কমিটি।



তিনি আরোও বলেন বলেন, “ইতিমধ্যে মেলাকে ঘিরে প্রবাসী বাংলাদেশি বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও কলাকুশলীদের ভেতর প্রচার ও প্রস্তুতি শুরু হয়েছে। সিডনি ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এ মেলায় অংশ নেবেন।”



 



মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এবারো থাকছে দেশীয় সব খাবার, শাড়ি-কাপড়, জুয়েলারি ও বইপত্র সহ স্বদেশীয় সব কৃষ্টি ও সংস্কৃতি’র সমাহার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top