নৌকায় ভোট দিতে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে প্রচারণা, দেশে যাচ্ছেন নেতৃবৃন্দ
প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০১৮ ০০:০৮
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৮
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে সহায়তা করতে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হকের নেতৃত্বে, অন্যান্য নেতৃবৃন্দ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। খুব শীঘ্রই তারা দেশের উদ্দেশ্যে রওনা হবেন। এই উপলক্ষে গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় সিডনির ল্যাকেম্বার স্থানীয় রেস্টুরেন্টে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট আইনজীবি ও বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ ডঃ কাইউম পারভেজ, বক্তব্য রাখেন আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি শিকদার, সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুশব এবং এস এম দিদার হোসেন, কোষাধ্যক্ষ আসরাফুল আলম লাবু, ইন্জিঃ হুমায়ন কবির, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি জাকারিয়া আল মামুন স্বপন,অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি ডঃ কাইউম পারভেজ বলেন, আওয়ামী লীগ না থাকলে বঙ্গবন্ধু থাকবে না এর নমুনা আমরা আগে পেয়েছি, তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে পুরোপুরি বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনতে। আর এই লড়াইয়ে আমাদের আস্হার নাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
আওয়ামী লীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত।
আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি শিকদার বলেন, নির্বাচনে নিয়ে নানামুখি ষড়যন্ত্র হচ্ছে এবং তা প্রতিরোধ করতে আমাদের মান অভিমান ভুলে একযোগে করে নৌকার বিজয় ছিনিয়ে হবে।
আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হক সভাপতির বক্তব্যে বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা এই প্রচার কাজে যোগদান করছি লক্ষ্য একটাই যে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: