আগামী বছরের  ২৩ মার্চ সিডনির এএনজেড  স্টেডিয়ামের বৈশাখী মেলা


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০১৮ ০১:১৫

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৪১

 আগামী বছরের  ২৩ মার্চ সিডনির এএনজেড  স্টেডিয়ামের বৈশাখী মেলা

সিডনি তথা অস্ট্রেলিয়ার  স্বনামধন্য  সামাজিক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার  বৈশাখী মেলা-১৪২৬,  আগামী  ২৩ মার্চ শনিবার সিডনির অলিম্পিক পার্কের এএনজেড  স্টেডিয়ামে (গত বছরের মেলা স্থল) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে গত ২৩  ডিসেম্বর রোববার দুপুরে সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিস্টরা উপরোক্ত তথ্য জানান।





অনুষ্ঠানের শুরুতেই বৈশাখী মেলা আয়োজনের পটভূমি, লক্ষ্য-উদ্দেশ্য ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন  সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক ও সাধারন সম্পাদক তুষার রায় । এর পর তারা সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এই সময় আয়োজকদের পক্ষে আরো ও বক্তব্য রাখেন মেলা কার্যকরী কমিটির সদস্য ড. আব্দুর রাজ্জাক,  বিজনেস ডেভেলপমেন্ট ও পাবলিক রিলেশন প্রধান সুরজিৎ রায়,  ফয়সাল হোসেন প্রমুখ।



তারা জানান এ দুর প্রবাসে বাঙালী সংস্কৃতিকে  মাল্টিকালচারাল কমিউনিটির কাছে তুলে ধরা ও এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মেকে শেকড়ের  সন্ধান এবং তাদের  সামনে  বাঙালী সংস্কৃতিকে  তুলে ধরার  উদ্দেশ্যেই এ আয়োজন। মেলায় থাকবে অর্ধশতাধিকের ও বেশি টি স্টল, এতে থাকবে  নানা ধরনের পিঠা ও বাংলার ঐতিহ্য বাহী বিভিন্ন খাবার, বাঙালীয়ানা পোশাক, মেহেদী, ফেইস  পেইন্টিং , শিশুদের খেলনা সহ নানা রকমের স্টল।



সাংবাদিক সম্মেলনে জানানো হয় প্রতি বছরের মতো এবছরের মেলায়ও মঙ্গল শোভাযাত্রা,  দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,ফ্যাশন শো,  কবিতা আবৃত্তি, কৌতুক সহ বর্ণিল নানা আয়োজন। মেলা উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং  বঙ্গবন্ধু এওয়ার্ড প্রদান করা হবে। সব মিলিয়ে সপরিবারে আনন্দ, হৈ হুল্লোড়, আড্ডা আর গানে একটি উৎসবমূখর দিন কাটানোর সুযোগ।



আয়োজকরা বলেন, ঐত্যিহবাহী এই বৈশাখী মেলা, বাঙালীর প্রাণের মেলা ও সার্বজনীন উৎসব,  এতে দলমত নির্বিশেষে সবাই সপরিবারে অংশগ্রহণ করবেন এটাই আমাদের প্রত্যাশা।প্রতিবছরের মতো এবারের মেলা সফল করতে সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা  কামনা করা হয়।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top