সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আজম শাহজাদার মাতৃবিয়োগ
প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০১৯ ০৬:২২
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৫

কমিউনিটির প্রিয় ব্যাক্তিত্ব, সিডনি আওয়ামী লীগের সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল শাহজাদা আলম মা সালেহা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গাউসুল শাহজাদা আলম মা সালেহা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদশ আওয়ামী লীগ, অস্টেলিয়ার শাখার সভাপতি সিরাজুল হক সহ অন্যন্য নেতৃবৃন্দ। সিডনি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্বদেশ প্রধান সম্পাদক ফয়সাল আজাদ ও অন্যন্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: