ফোবোনা’তে গান গেয়ে দর্শকদের মাতিয়ে আসলেন সিডনির কণ্ঠশিল্পী মিঠু স্বপ্ন


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২১ ০২:৫৭

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৪৮

 

নাইম আবদুল্লাহঃ গত ২৬ ২৭ ও ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির সাত তারা হোটেল গেলর্ড রিসোর্টে বসেছিল ফোবোনা’র ৩৫ তম আসর। উত্তর আমেরিকার সর্ববৃহৎ এই বাঙ্গালীদের উৎসব ফোবোনা’তে গান গেয়ে দর্শকদের মাতিয়ে আসলেন সিডনির জনপ্রিয় কণ্ঠশিল্পী মিঠু স্বপ্ন।

এবারের উৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন সাবিনা ইয়াসমিন, রবি চৌধুরী, তাহসান, মৌ, রিজিয়া পারভিন সহ আরো অনেক জনপ্রিয় শিল্পীবৃন্দ। আর এই প্রথম অস্ট্রেলিয়া থেকে কোন বাঙ্গালী শিল্পী হিসেবে আমন্ত্রিত হন সিডনির জনপ্রিয় কণ্ঠ শিল্পী ও প্রিয় মুখ মিঠু স্বপ্ন। তিন দিনের এই অনুষ্ঠানে গত ২৭ নভেম্বর (শনিবার) সঙ্গীত পরিবেশন করে ফোবোনা’র শ্রোতাদের বিমোহিত করে রাখেন। শিল্পী পরিবেশনা দর্শক মহলে প্রশংসিত হয় এবং তারা আগামীতেও শিল্পীর উপস্থিতি কামনা করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top