'ভ্যালেন্টাইন বাংলাদেশ'-২০২২ মেলার তারিখ পরিবর্তন


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২২ ২২:৫১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৫০

 

গত ৪ বছর ধরে জনপ্রিয় হয়ে উঠা সিডনির অন্যতম মেলা 'ভ্যালেন্টাইন বাংলাদেশ' প্রতি ফেন্রুয়ারীতে হয়ে আসছিলো। ২০২১ সালে বইমেলার সাথে সাথে এটিই ছিলো অন্যতম মেলা যা আয়োজকরা সম্পন্ন করতে পেরেছিলেন, এর পর সব মেলাই কোভিডের কারনে বন্ধ হয়ে যায়। ২০২২ সালে ঘুরে দাঁড়াতে চেয়েছিলো সবাই, ফেব্রুয়ারীতে ভ্যালেন্টাইন বাংলাদেশ মেলাটি ঘোষনা করেন আয়োজকরা। কিন্তু কোভিড কমেনি, বরং বেড়েছে, ফেব্রুয়ারীর অবস্থাও ভালো নয়। আয়োজকরা বাধ্য হয়ে সবার সাথে আলোচনা করে এই বছর অক্টোবরে মেলাটি করার ঘোষনা দিলেন। উল্লেখ, এই মেলায় প্রতিবছর বাঙ্গালদেশ থেকে দেশ সেরা শিল্পীরা এসে থাকেন ও সঙ্গীত পরিবেশন করেন, এর মধ্যে শুভ্রদেব, আরেফীন রুমীর মতো শিল্পীরাও এসেছেন।

মেলার আহবায়ক নোমান শামীম বলেন, দেশ থেকে শিল্পী আসতে পারবে না, কারন টুরিসট ভিসা দিচ্ছে না। স্পনরর ও স্টল হোল্ডাররা অনুরোধ করেছেন মেলা পেছানোর, সিডনির আপমর জনগনও স্বাস্থ্য ঝুকির কারনে মেলা পেছানোর অনুরো্ধ করেছেন, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে মেলার দিনটি ১লা বা ৭ই অক্টোবর করার ঘোষনা দিচ্ছি। আগামী এক মাসের মধ্যেই চুরান্ত তারিখ দেয়া হবে ইনশাল্লাহ।

উল্লেখ্য, ভালোবাসার বাংলাদেশ বা ভ্যালেন্টাইন বাংলাদেশ নামে জনপ্রিয় এই মেলাটি সিডনি্র তারুন্যের মেলা বলেই প্রসিদ্ধ। সংবাদ পত্রের পক্ষ্য থেকে আমরাও আশা করছি, আয়োজকদের ঐকান্তিক ইচ্ছায় মেলাটি সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং সবাই উপভোগ করবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top