অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে ২৩ তম অমর একুশে বইমেলা
প্রকাশিত:
২ মার্চ ২০২২ ০৬:২৫
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৪৫

অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩ তম অমর একুশে বইমেলা আসছে ২০ই মার্চ, রবিবার, এশফীল্ড পার্ক "শহীদ মিনার বটমূল চত্বর" একুশে একাডেমীর আয়োজনে (সকাল ১০টা থেকে বিকেল ৬টা)।
পেন্সিল অস্ট্রেলিয়ার বইয়ের স্টলে থাকছে পেন্সিলরদের প্রকাশিত বই এবং গানের ক্যাসেট বা সিডি।
পাশাপাশি আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনীর। গত রবিবার পেন্সিলের আলোকচিত্র শিল্পীরা (এডওয়ার্ড অশোক অধিকারী, বিপুল রয়, শহিদুল আলম বাদল, সরকার কবিরউদ্দিন, মোহাম্মদ মিজানুর রহমান মুকুল, তুমন আহসান, সাকিনা আক্তার) এই উপলক্ষে একত্রিত হয়ে আসন্ন অনুষ্ঠানের কিছু পরিকল্পনা করেছেন বলে আমাদের জানান। এই প্রথমবারের মত আলোকচিত্রশিল্পীরা তুলে ধরবেন তাদের চোখে দেখা বাংলাদেশকে।
পেন্সিল অস্ট্রেলিয়ার স্টলে বই কিংবা গানের সিডি দেবার জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন পেন্সিল অস্ট্রেলিয়া এডমিন প্যানেলের সাথে (০৪৫৮৮২১১১৩)।
আপনার মূল্যবান মতামত দিন: