সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত : মোঃ ইয়াকুব আলী


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২২ ০০:০৬

আপডেট:
২৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৩৬

 

"সবার জন্য ক্রীড়া উৎসব বিজয়ীও সবাই" এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিবছরের মত এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করেছিল বার্ষিক ক্রীড়া উৎসব। বাংলা স্কুল বিশ্বাস করে ক্রীড়ামনস্কতা সবার মধ্যে শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও সৌহার্দ্যের ধারণা সৃষ্টি করে। কোভিড মহামারীর কারণে দুই বছরের অনির্ধারিত বিরতি শেষে আজ ২৫শে অক্টোবর ২০২২ রবিবার স্কুল প্রাঙ্গণে এই বহু প্রতিক্ষীত ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় উৎসব মুখর পরিবেশে এই আয়োজনের সূচনা ঘটে। বিভিন্ন শাখায় বয়স ভিত্তিতে স্কুলের সকল ছাত্রছাত্রীরা এই আকর্ষণীয় ক্রীড়া আসরে অংশগ্রহণ করে। ১০০ মিটার স্প্রিন্ট, স্কিপিং, সিংগেল লেগ জাম্পিং, বল কিকিং, মেমোরি গেম, নলেজ টেস্ট, রোপ পুলিং সহ নানা চমকপ্রদ খেলা সবার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ছাত্রছাত্রীদের বাইরে শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবীরা এই ক্রীড়া আসরে অংশগ্রহণ করে। কোভিড সীমাবদ্ধতার জন্য এবছর অভিভাবকেরা খেলায় অংশগ্রহণ করতে পারেননি |
ক্রীড়া সম্পাদক রাফায়েল রোজারিও এর পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান ও মাতামহী অভিভাবক মহসিনা বেগম। ক্রীড়া উৎসবে বিচারিক কার্যক্রমে শিক্ষকদেরকে সহায়তা করে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যেমন অপলা, অরুপা, শ্রীজা, নূরীণ ও আলিশা | ক্রীড়া উৎসবের পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেন স্কুলের শিক্ষক ও স্বেচ্ছাসেবীবৃন্দ | আপ্যায়নে ছিলেন স্কুলের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ |
আগামীতে সবার উপস্থিতিতে আরো বৃহৎ পরিসরে ক্রীড়া উৎসব করার প্রত্যাশা নিয়ে বেলা তিনটায় এবারের আয়োজন শেষ হয়।
প্রসঙ্গত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর উন্মুক্ত থাকে।

 

মো: ইয়াকুব আলী

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top