সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে শুভমুক্তি হচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’


প্রকাশিত:
১ অক্টোবর ২০২২ ২১:০৯

আপডেট:
৫ মে ২০২৪ ১৮:০১

 

আগামী ৯ অক্টোবর রোববার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে শুভমুক্তি হচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। এ চলচ্চিত্রের প্রথম শো অনুষ্ঠিত হবে ব্যাংকস্টাউনের হয়টস সিনেমা হলে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ছবিটির পরিবেশক ও প্রদর্শনী আয়োজক পথ প্রোডাকশন্স ও দেশি ইভেন্টস্। অস্ট্রেলিয়ায় ছবিটি প্রদর্শনের মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে রয়েছে প্রশান্তিকা ও প্রভাত ফেরী।

নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে চলচ্চিত্রটিতে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সেজেছেন সার্কাসকন্যা ‘বিউটি’রূপে। এতে তার বিপরীতে আহসানের বিপরীতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

 

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।

দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে ‘বিউটি সার্কাস’ নির্মাণ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। ‘বিউটি সার্কাস’–এর মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদ দিদারের। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এর শুটিং। মূল অভিনয়শিল্পীদের পাশাপাশি প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ হয়। এজন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন। প্রয়াত গুণী অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধুকেও দেখা যাবে বিউটি সার্কাসে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় জনপ্রিয় এবং নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমাটি একযোগে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, ক্যানবেরা, এডেলেইড, পার্থসহ বিভিন্ন শহরে দেখানো হবে।
সিডনিতে প্রিমিয়ার শো ৯ অক্টোবর রোববার বিকেল ৩.৪০ টায়, মেলবোর্নে ২১ অক্টোবর রাত ৮টায়, এডেলেইড, ব্রিসবেন, পার্থ ও ক্যানবেরায় ১৬ অক্টোবর দেখানো হবে। অনলাইন টিকিট ও অন্যান্য তথ্যের জন্য দর্শকদের https://DeshiEvents.com.au এ ভিজিট করতে বলা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top