সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সিডনিতে বনভোজনের বর্ণিল আনন্দে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল : মোঃ ইয়াকুব আলী


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২ ২৩:৫৬

আপডেট:
৫ মে ২০২৪ ১৭:৩৬

 

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল মাতৃভাষা ও বাংলা সংস্কৃতি প্রচার এবং প্রসারের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও আত্মিক বন্ধনের মানসিকতা পোষণ করে। বাংলা স্কুল বিশ্বাস করে এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাই একটি অভিন্ন পরিবার। আর তাই স্কুলের নিয়মিত কর্মকাণ্ডের বাইরে শহরের কোলাহল দূরে গিয়ে পরিবার সহ বনভোজন করার রেওয়াজ বাংলা স্কুলের বহু পুরনো।
আজ ২৩ অক্টোবর (রবিবার) ফাগেন পার্কের প্রাকৃতিক শোভা মণ্ডিত স্থানে এবারের বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং স্কুল ঘনিষ্ঠরা যোগদান করেন।

সকাল নয়টায় বনভোজনের বাসটি স্কুল গেইট থেকে ছেড়ে যায়। কিছু সংখ্যক সদস্য নিজস্ব গাড়ি নিয়ে বাসটিকে অনুসরণ করে। পথে বনভোজনের দলটি ফেয়ারফিল্ড এডভেঞ্চার পার্কে প্রাতরাশ সেরে নেয়। সকাল সাড়ে দশটায় বাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ে সবাইকে ফাগেন পার্ক পৌছে যায়। বনভোজন স্থলে পৌছে চা পান শেষে সবাই নিজেদের মধ্যে ঘুরে বেরিয়ে গল্প করে আনন্দ মুখর সময় কাটায়।

দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিশিষ্ট রন্ধনশিল্পী ওলিউর রহমানের প্রস্তুতকৃত অত্যন্ত উপাদেয় খাবার সবাই তৃপ্তি সহকারে উপভোগ করে। মধ্যাহ্নভোজের পর ছাত্রছাত্রী ও বনভোজনে অংশ নেয়া সবাই একটি আকর্ষণীয় পর্বে অংশ নেয়। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডীসহ অনান্য চমকপ্রদ খেলায় সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে এই এই পর্বটি প্রত্যেকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

বিকেলের চা চক্র শেষে আগামীতে আরো বড় পরিসরে বনভোজন করার প্রত্যাশা নিয়ে বাংলা স্কুলের দলটি বাড়ির পথে ফিরে আসে।
প্রসংগত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত থাকে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top