সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


বিডি কমিউনিটি হাব সিডনির আয়োজনে বিজয়ের উল্লাসে মাতবে সিডনিবাসী


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২২ ০২:৪০

আপডেট:
২৯ নভেম্বর ২০২২ ০২:৪৮

 

নাইম আবদুল্লাহঃ দীর্ঘ করোনা বিরতির পর আগামী ১৮ ডিসেম্বর রবিবার সারাদিন ব্যাপী বিজয়ের উল্লাসে মাতবে সিডনিবাসী। বিডি কমিউনিটি হাব সিডনি মিন্টুস্থ ৩৭ ৪১ লিঙ্কন স্ট্রিটে এই বিজয় মেলার আয়োজন করবে। আজ ২৭ নভেম্বর ( রবিবার) সন্ধ্যায় হাব মিলনায়তনে এক সুধী সমাবেশে তারা সাংবাদিকদের এই তথ্য জানান। এই সময় আয়োজক কমিটি সাংবাদিক ও সুধী জনদের বিভিন্ন পরামর্শ সাদরে গ্রহন করে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

“চলো বিজয়ী বীর, বাঙ্গালীর সেই বিজয় মেলায়” শ্লোগান নিয়ে এবারের বিজয় মেলা সাজানো হয়েছে কিছুটা ভিন্ন ধারায়। অস্ট্রেলিয়ায় বসবাসকারী মুক্তি যোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং অবদান নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও ঐদিন রাস্তায় জাতীয় পতাকা নিয়ে বিজয় দিবসের র‍্যালি করার ব্যাপারে স্থানীয় কাউন্সিলের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠান শুরু হবে দুপুর থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। প্রবেশ মূল্য ফ্রি থাকায় সব প্রবাসীকে আগে আসার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। এবারের বিজয় মেলায় দেশ থেকে গান গাইতে আসছেন প্রখ্যাত শিল্পী শফি মণ্ডল ও আয়েশা জেবিন দিপা। এছাড়াও থাকবে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা।

শিশু কিশোরদের জন্য অংশ গ্রহণে থাকবে বিজয়ের চিত্রাংকন প্রতিযোগিতা, গান, নাচ, কবিতা সহ বিভিন্ন পরিবেশনা। থাকছে সুস্বাদু রকমারী বাংগালী খাবার, শাড়ি ও গহনা সহ বিভিন্ন ষ্টল। মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গনে পর্যাপ্ত পার্কিং এর সুব্যবস্থা ও সাথে থাকছে আশে পাশের রাস্তাতেও পার্কিং এর সুযোগ। এর আগে lক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নানা জটিলতায় পরিবর্তন করা হয়েছে জানিয়ে বিডি কমিউনিটি হাব সিডনি দুঃখ প্রকাশ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top