সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএঅস) সদস্যদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪৭

আপডেট:
৬ মে ২০২৪ ২২:০৯

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘একুশে একাডেমি অস্ট্রেলিয়া’র উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে ১৯ ফেব্রুয়ারি (রবিবার) সিডনির অ্যাশফিল্ড পার্ক ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ’-এ প্রতিবারের মতো আয়োজন করা হয় বই মেলা।
ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়ার (ভিএঅস) সদস্যরা সকাল ৯টায় প্রভাতফেরী ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করেন।

সংগঠনের পক্ষ থেকে ডঃ সুরঞ্জনা জেনিফার রহমান বলেন প্রবাসে থেকেও ভিএঅসের সদস্যরা অন্তরে বাংলাদেশকে ধারণ করে। একুশে একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই মহান উদ্যোগ নেবার জন্য। আমন্ত্রণ জানান অভিভাবক এবং আয়োজকদের কে আরো বেশি সম্পৃক্ততা বাড়াতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে। উনি অনুরোধ করেন সকল বাবা-মা দেরকে, বাচ্চাদের সাথে করে নিয়ে এসে এই মূল্যবোধ ধরে রাখতে।

সংবাদ প্রেরক: সাকিনা আক্তার

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top