সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


সিডনিতে ২০২৪ -এ মঞ্চ সারথি আতাউর রহমানের নির্দেশনায় মঞ্চায়িত হতে যাচ্ছে কালজয়ী বাংলা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৩ ২৩:০৩

আপডেট:
৬ মে ২০২৪ ১৭:৫৮

 

"ভোর প্রোডাকশন" এবং "ভোর অনলাইন নিউজ " এর সার্বিক সহযোগিতায় "বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার স্বাধীনতাপদক প্রাপ্ত নাট্যজন , মঞ্চ সারথি আতাউর রহমানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী নাটকটি সিডনিতে আগামী বছর, ২০২৪ -এ মঞ্চায়িত হতে যাচ্ছে ....


রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ সনের শিলং-এর  শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী।

মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।

নাটকটিতে বাংলাদেশ এবং সিডনির প্রখ্যাত মঞ্চ ও নাট্যকর্মীরা অভিনয় করবেন। নাটকটি মঞ্চায়নের জন্য প্রাথমিক প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে এবং বিস্তারিত খুব শীগ্রই অস্ট্রেলিয়া প্রবাসী সকলকে অবহিত করা হবে বলে জানিয়েছেন "ভোর প্রোডাকশন "এর প্রধান নির্বাহী, মঞ্চ ও নাট্যকর্মী শাহিন স্বর্ণা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top