মহাযজ্ঞের শুরু! রেমিয়েন্স অস্ট্রেলিয়ার স্পোর্টস ফ্যাস্টিভেল
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ০০:২৪
আপডেট:
৯ আগস্ট ২০২৩ ২১:৩১

রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালের উদ্বোধন হয়ে গেল গত শনিবার ৫ অগাস্ট সিডনির জর্জেস হলের "গল্পবাড়িতে"। একই সাথে ওঁরা উদযাপন করলো ঈদ পুনর্মিলনী। রেমিয়ান পরিবারের শতাধিক সদস্য উপস্থিত থেকে অংশ নিল ৩টি খেলায়। বিদেশের মাটিতে এমন আনন্দঘন আয়োজন সত্যিই বিরল। সৌহার্দ্য আর সহযোগিতার মিশেলে প্রাণবন্ত ছিল ৭ ঘন্টাব্যাপী খেলাধুলার পর্ব।
জাতীয় সংগীত গাওয়া হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। দুটি দেশেরই জাতীয় পতাকা উত্তোলিত হলো সগৌরবে।
শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানকে রাঙিয়ে দিল রেমিয়ান সরদার মেহেদী গুলজার ও সহ-সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দিন শাহরিয়ার।
কেক কেটে প্রেসিডেন্ট ডাঃ হালিম চৌধুরী ও স্পোর্টস ফেস্টিভ্যাল আহ্বায়ক শেখ শুভ মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
ভাইস-প্রেসিডেন্ট সোলায়মান দেওয়ান দানি সহযোগী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এমন পরিচ্ছন্ন আয়োজনের জন্য।
ছবিঃ বক্তব্য রাখছেন সালেহ আহমেদ এবং ডাঃ সালাউদ্দিন শাহরিয়ার।
সাধারণ সম্পাদক সালেহ জামী তাঁর বক্তব্যে রেমিয়ানস অস্ট্রেলিয়া নিয়ে তাঁর সুদূর প্রসারী পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। এর পাশাপাশি তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আস্থা বিনির্মাণে একযোগে এসকল আয়োজনকে সফল করতে উদ্বুদ্ধ করেন।
ছবিঃ বক্তব্য রাখছেন ফয়সাল আহমেদ এবং শেখ শুভ
ঈদ পুনর্মিলনী সফল করতে ডাঃ সালাউদ্দিন শাহরিয়ার ও ডাঃ রুমানা আফরোজের সাথে বর্ধিত পরিবারের সকল সহযোগীকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ।
চৌকস রেমিয়ানদের প্রত্যক্ষ সহযোগিতায় এতো সুন্দর ও প্রাণবন্ত অনুষ্ঠান সম্পন্ন করায় উপস্থিত সকলেই ছিল উচ্ছসিত। ক্যানবেরা ও নিউ ক্যাসলের রেমিয়ানদের এহেন আয়োজনে অংশগ্রহণ প্রমাণ করে এর দুরন্ত সাফল্য।
অনুষ্ঠানটির উদ্বোধন পর্ব পরিচালনা করেন কৃতি রেমিয়ান ফয়সাল হোসেন এবং ব্যবস্হাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন আবু বক্কর সিদ্দিক।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: