সিডনিতে ক্যান্টরবুরী-ব্যাংকসটাউনের নব নির্বাচিত মেয়রকে বাংলাদেশী কমিউনিটির সম্বর্ধনা


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ০০:৪১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১০:০৩

 

নাইম আবদুল্লাহঃ গত ২ আগস্ট (বুধবার) দুপুরে সিডনির গ্রামীন রেস্টুরেন্টের হলরুমে ক্যান্টরবুরী-ব্যাংকসটাউনের নব নির্বাচিত মেয়র বিলাল এল হায়েককে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে ঊষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন শাহে জামান টিটু। ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন ক্যান্টরবুরী-ব্যাংকসটাউনের কাউন্সিলর রেসেল হারিকা, কাউন্সিলর সাজেদা আক্তার, মাল্টিকালচালার অফিসার গান্ধী সিডইয়ান প্রমুখ।

অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সংগঠন এবং সাংস্কৃতিক দল ফুলেল শুভেচ্ছা দিয়ে মেয়রকে বরণ করে তার আগামী কর্মজীবনের সফলতা কামনা করেন। কমিউনিটি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাজেদা আক্তার উইমেন কাউন্সিল অষ্ট্রেলিয়া, তিশা তানিয়া-ফাগুন হাওয়া ইন্ক, লুৎফুন্নেসা হাসি এবং নীলুফা করিম প্রবাসী বাংলাদেশী উইমেন এসোসিয়েশন, মণ্জুশ্রী মিতা-আমাদের কথা, সেলিনা আক্তার জুঁই- আনন্দ আড্ডা, শারমিন সূচনা- সেইভ দ্য উইমেন, শম্পা পপি-ক্রিয়েটাস অস্ট্রেলিয়া, নাছিমা আক্তার নাজু-আবর্তন অস্ট্রেলিয়া, তুলি আনোয়ার-নৃত্যাণ্জলী ড্যান্স একাডেমী, তাফতুন নাঈম নীতু-কল মি হেল্প, জাকির আলম লেনিন-জিয়া ফোরাম অস্ট্রেলিয়া, হাবিবুর রহমান-এলিট ক্লাব এবং অয বাংলা ক্রিয়েটিভ ওমেন এর সদস্যাবৃন্দ।

সর্বশেষ বক্তা হিসাবে মেয়র ক্যান্টরবুরী-ব্যাংকসটাউন কাউন্সিলে বাংলাদেশী কমিউনিটির অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন এবং ভবিষ্যতে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রদান করেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top