সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


উৎসবের দ্বিতীয় প্রহর (টেবিল টেনিস)

রেমিয়েন্স অস্ট্রেলিয়া স্পোর্টস ফ্যাস্টিভেল ২০২৩


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৩ ২১:৫৯

আপডেট:
৬ মে ২০২৪ ২৩:০৫

 

১৩ অগাস্ট রবিবার সিডনির মরিস এম্মা স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হলো রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালের দ্বিতীয় দিনের আয়োজন টেবিল টেনিস। মোট ৩২ জন প্রতিযোগীর এই লড়াইয়ে ছিল টানটান উত্তেজনা। যা আমাদের প্রত্যাশিত আনন্দকে ছাপিয়ে নিয়ে পৌঁছে দিয়েছে সৌহার্দ্যময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রহরে।

তিন সেটের খেলায় লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। দিনশেষে হাসির ঝর্ণাধারায় ধুয়ে মুছে গেছে সারাদিনের ক্লান্তি।

ইত্যবসরে দাবা খেলার পূর্বনির্ধারিত ফাইনালটিও অনুষ্ঠিত হয় একই প্রাঙ্গণে।

 

টানা দ্বিতীয়বারের মতন ডাঃ সালাউদ্দিন শাহরিয়ার ফাইনাল খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়ন হলেও রেমিয়ানস অস্ট্রেলিয়া পেয়েছে নতুন রানার আপ ডাঃ একরাম চৌধুরীকে। ফাইনালিস্ট দুজনকেই প্রানঢালা অভিনন্দন।

আবার ফিরে আসি টেবিল টেনিসের বোর্ডে। সেখানে যেমন দেখা গিয়েছে ৫০ ঊর্দ্ধ রেমিয়ানের পুরোনো শান আবার একেবারেই ২২ বা ২৩ বছরের টগবগে তরুনের ক্ষিপ্রতার সাথে দ্রুত প্রান্ত বদলের সৌকর্য।


ওরা মাতিয়ে রেখেছিল পুরো এলাকা। তাহমিদ রেজা মনে করিয়ে দিয়েছে সকল লিজেন্ডারি টেবিল টেনিস খেলোয়াড়দের। আমাদের শিশুদের জন্য ছিল এক অভাবনীয় সুযোগ নিজেদের মেলে ধরার। তারা সেটাকে কাজে লাগিয়েছে। ধীরে ধীরে একটি উৎসাহী দল তৈরি হয়ে যাচ্ছে টেবিল টেনিসের উন্মাদনায়।

রেমিয়ানদের জন্য ঐতিহ্যবাহী এই খেলা আয়োজন ও অন্তর্ভুক্ত করতে পেরে একদিনের জন্য হলেও আবাসিক হাউসগুলোর কমন রুমের পরিবেশ পাওয়া গিয়েছে।

নীরব অবসরে এই দিনটি নিশ্চয়ই হবে স্মৃতিজাগানিয়া। স্কুল কলেজ ছাড়ার এতকাল পরেও ওরা নেশাগ্রস্থ। দেখতেই তা ভালো লাগে। আয়োজকদের লাভ ঐটুকুই। পরস্পরের সাথে আনন্দ বিনিময় করা। রেমিয়ানস অস্ট্রেলিয়া কৃতজ্ঞ সকলের প্রতি যাঁরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন।

খেলার ফলাফল:

দাবা: রেমিয়ান

চ্যাম্পিয়ন: ডাঃ সালাউদ্দিন শাহরিয়ার
রানার আপ: ডাঃ একরাম চৌধুরী

টেবিল টেনিস: রেমিয়ান

চ্যাম্পিয়ন: তাহমিদ রেজা
রানার আপ: মাহমুদুল হাসান তুষার

টেবিল টেনিস: অনূর্ধ্ব ১৮

চ্যাম্পিয়ন: শেখ রেদোয়ানুল আরকাম
রানার আপ: সাদাকাত আহমেদ জামী

টেবিল টেনিস কো-অর্ডিনেটর সালেহ আহমেদ শোয়েবের তত্বাবধানে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়। দিনের শুরুতে বর্ষীয়ান রেমিয়ান কাজী সারওয়ার টেবিল টেনিস খেলার উদ্বোধন করেন। সকল ম্যাচ রেফারি ও সহযোগিতাকারী সাহায্য ছাড়া এমন সুন্দর দিনটি আয়োজন করা সম্ভব ছিল না। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।

RASF: ২০২৩ এর পক্ষে,

শেখ শুভ ও আবু বক্কর সিদ্দিক

ছবি কৃতজ্ঞতা: নাজমুন নাহার কেয়া ও রাইয়ান ফজলে এলাহী।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top