RASF 2023 : উৎসবের ষষ্ঠ প্রহর : Twenty9 and International Bridge
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩ ২০:৪১
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৮:৪৫

রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস ফেস্টিভ্যালের ষষ্ঠ দিনের আয়োজন ছিল Twenty9 ও IB। সিডনির বাঙালিদের অন্যতম প্রধান হাব ল্যাকেম্বার "ধানসিঁড়ি" রেস্টুরেন্ট ছিল এই প্রতিযোগিতার প্রাঙ্গণ। গত ৩ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা চলে খেলা দুটির প্রতিযোগিতা। IB খেলার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয় ১৬ সেপ্টেম্বর।
প্রতিযোগিতা যেহেতু তাস খেলার তাই হৈচৈ কাম্যই ছিল। স্কুল কলেজ জীবনে স্যার টিচাররা আমাদের এই খেলা থেকে সরিয়ে রাখতে চেয়েছিলেন। আমরা চরম অবাধ্যরা লুকিয়ে লুকিয়ে এই খেলায় এমনই পারদর্শিতা অর্জন করেছি যে আগামীতে বুড়ো শরীরে এটাই হবে মূল বিনোদন। প্রতিযোগিতাকে ঘিরেও ব্যাপক বিনোদন ছিল। আসলে কি হয়নি? আনন্দ, উল্লাস, উত্তেজনা, ফাইনালে উঠার জটিল অংক আর ভরপেট খাওয়া-দাওয়া। তবে দিনশেষে রেমিয়ান পরিবারের সদস্যদের আবারও মোকামে ফেরা হয়েছে। Twenty9 and International Bridge প্রতিযোগিতা আগামীতে আরও বেশি আকর্ষণীয় হবে সে কথা আর বলতে!
মোট ২৬ জন প্রতিযোগী লড়েছে দুটি ক্যাটাগরির শিরোপার উদ্দেশ্যে। খেলা হয়েছিল কেবল রেমিয়ানদের মধ্যে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: