রাত পোহালেই ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়াম লিউমিয়াহতে মাল্টি কালচারাল বৈশাখী মেলা


প্রকাশিত:
১২ এপ্রিল ২০১৯ ১৩:১৩

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:২১

রাত পোহালেই ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়াম লিউমিয়াহতে  মাল্টি কালচারাল বৈশাখী মেলা

আগামীকাল শনিবার ১৩ই এপ্রিল বেলা ২ টা থেকে ১১টা পর্যন্ত মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন (ইনকর্পোরেটেড) এর আয়োজনে সিডনির ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়াম লিউমিয়াহতে (Pembroke Rd &, Rose Payten Dr, Leumeah NSW 2566)  অনুষ্ঠিত হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ বহুল প্রত্যাশিত মাল্টি কালচারাল ‘বৈশাখী উৎসব ২০১৯’। অনুষ্ঠানে বাংলাদেশি, ভারতীয়, নেপালী, পাকিস্তানী সহ বিভিন্ন কমিউনিটির  সংঙ্গীত,   নৃত্যানুষ্ঠান ফ্যাশন শো নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে। আরো থাকবে বাংলার ঐতিহ্যবাহী চারু-কারু , পিঠে-পুলি , বুটিক,পোষাক- পরিচ্ছদ , গহনা সহ নানারকম  উপমহাদেশীয় পণ্যের নানা সমাহার । সবশেষে থাকবে চোখ ধাঁধানো আতশ বাজির খেলা।



মেলায় প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে জন প্রতি ৫ ডলার। যা অলাইন www.deshievents.com.au অথবা স্টেডিয়ামের কাউন্টার থেকে ক্রয় করা যাবে।





মাল্টিকালচারাল সোসাইটি, ক্যাম্বেলটাউন সভাপতি এনাম হক  জানান, বাংলাদেশী ছাড়া উপমহাদেশের বেশ কয়েকটি দেশে  বৈশাখকে ঘিরে নানা আয়োজন থাকে।  তাই  এবার  সবাইকে  নিয়ে  এই মেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে এবং মেলার সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।  তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে মাল্টি কালচারাল ‘বৈশাখী উৎসব ২০১৯  অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানটি সফল করার জন্য আহবান জানিয়েছেন।   উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম  মাল্টি কালচারাল বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে।।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top