রেমিয়েন্স অস্ট্রেলিয়ার ইফতার পার্টি অনুষ্ঠিত
প্রকাশিত:
২০ মে ২০১৯ ০০:৫২
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৮

গত ১৮ এপ্রিল শনিবার সিডনির জর্জেস হল কমিউনিটি হলে রেমিয়েন্স অস্ট্রেলিয়া এক ইফতার পার্টির আয়োজন করে। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেমিয়েন্সদের স্বতঃ স্ফুর্ত উপস্থিতিতে কমিউনিটি হল ছিল পরিপূর্ণ। রেমিয়েন্স উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান দেওয়ান, অস্ট্রেলেশিয়ান ইন্টারন্যাশনাল একাডেমির ডিরেক্টর ও প্রভাত ফেরীর সম্পাদিকা শ্রাবন্তী কাজী আশরাফী সহ উপস্থিত ছিলেন রেমিয়েন্স উপদেষ্টা ডাঃ হালিম চৌধুরী, রেমিয়েন্স প্রেসিডেন্ট ডাঃ একরামুল এইচ চৌধুরী, রেমিয়েন্স উপদেষ্টা সালেহ আহমেদ জামী, রেমিয়েন্সের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ সিদ্দিকি রাসেল, সোহাইল, অলিন, আবু বকর, ফয়সাল সহ অনেকে।
ইফতারের পূর্বে রেমিয়েন্স প্রেসিডেন্ট মেডিকেল সায়েন্সে রোযার গুরুত্ব তুলে ধরেন। তিনি এই অনুষ্ঠান সফল করার জন্য বিশেষভাবে রেমিয়েন্স ভাবীদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর ডাঃ শাহরিয়ার দোয়া পরিচালনা করেন। এই সময় সবাই বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা অসহায় এবং দরিদ্র মানুষদের জন্য দোয়া করার সাথে সাথে তাদের জন্য কিছু করার আশাবাদ ব্যক্ত করেন। ইফতারের পর সবাই এক সাথে নামাজ আদায় করেন। এরপর সবাই এক আলোচনায় অংশ গ্রহন করে। আলোচনা শেষে ডিনার পরিবেশন করা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: