জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে কেরাত প্রতিযোগিতা সম্পন্ন


প্রকাশিত:
২০ মে ২০১৯ ০৬:৩১

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৫৮

জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

অস্ট্রেলিয়ার সিডনিতে জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে অস্ট্রেলিয়ার বসবাসরত বাংলাদেশি শিশু কিশোরদের কেরাত প্রতিযোগিতা ১৯ মে ২০১৯  রবিবার আয়োজন করা হয়। 



 



 সারাদিনব্যাপী উক্ত কেরাত প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে মুহাইমিন আহমেদ, ইবরাহিম সারয়ার ও তাইবা আহমেদ এবং আহনাফ আহমেদ ও আরমান আহমেদ। 



 



প্রতিযোগিতায় বিচারক এর দায়িত্ব পালন করেন জামান সারয়ার শিপু, মোঃ আব্দুস সালাম এবং দবির আহমদ। 



 



উল্লেখ্য, প্রায় অর্ধ-শতাধিক প্রতিযোগী এই কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 



 



উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নানু মিয়া, জিল্লুর রহমান,জামান সারয়ার শিপু, মোঃ আব্দুস সালাম এবং দবির আহমদ সহ জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর নেতৃত্বে থাকা গুণীজনেরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top