বি এন পি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জিয়াউর রহমান ৩৮তম মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশিত:
৩১ মে ২০১৯ ০৩:০২
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৪১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি ) অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ২৬/৫/২০১৯ রোজ রবিবার । সিডনির ল্যাকেমবা বনফুল রেস্টুরেন্টে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডন্ট জিয়া উর রহমানের ৩৮তম মৃত্যু বাষির্ক ও তিন বারের সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুস্হতা কামনা করে - দোয়া ও ইফতারের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন : এস এম নিগার এলাহী চৌধুরী ( সাধারন সম্পাদক বি এন পি অস্ট্রেলিয়া )
প্রধান বক্তা : হাবিব মোহাম্মদ জকি ( সভাপতি বি এন পি অস্ট্রেলিয়া )
অনুষ্ঠান পরিচালনা করেন : আরমান হোসেন ভূঁইয়া ( সভাপতি বি এন পি নিউ সাউথ ওয়েলস্ - সিডনি )বক্তব্য রাখেন : মোহাম্মদ মোমেন মোল্লা, কামরুল ইসলাম ( প্রচার সম্পাদক ), দীন মোহাম্মদ ( সাধারন সম্পাদক বি এন পি সিডনি ) ও আরো অনেকে
নিগার এলাহী তার বক্ত্যবে বলেন ‘ মাননীয় প্রধান মন্ত্রী আপনিও একজন মা এবং বাংলাদেশের নির্বাহী ক্ষমতার মালিক। আপনি চাইলে সবই সম্ভব। একজন মা হয়ে আরেক জন মায়ের কান্না কি মেনে নিবেন ?একজন মায়ের কাছে প্রশ্ন হাজার হাজার কোটি টাকা লুটপাট কারীদের জামিন হয় একজন অসুস্হ মা কি মুক্তি পেতে পারে না ? প্রধান মন্ত্রী কাছে আমার অনুরোধ প্রতিহিংসাপরায়ণ বিচারে বন্দী গনতন্ত্র । স্বাধীনতা সার্বভৌমতব ও জনগনের আস্হার প্রতীক সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন প্রার্থনা করছি ।
সভাপতি হাবীব মোহাম্মদ জকি বলেন , আমরা বি এন পি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বার বার সরকার কে জোর দাবী করছি অসুস্হ আমাদের নেএী বেগম জিয়ার মুক্তির ও দেশের সকল রাজনৈতিক নেতাদের মুক্তির জন্য । কারন সবাই জানে দেশে কোন আইনের শাসন নাই । একমাএ শেখ হাসিনার কথায় ই সকল আইন আদালত ও বিচার চলে । সংবাদ বিজ্ঞপ্তি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: