বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার স্মরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৯ ১৭:৪৫
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:০৬

গত ২৪ শে অগাস্ট ২০১৯, শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া, সিডনির স্হানীয় একটি হোটেলের বল রুমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করেছিলো | সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী সিরাজুল হক ও অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাধারণ সম্পাদক পি এস চুন্নু | অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম |
অনুষ্ঠানের শুরুতেই ১৯৭৫ এর ১৫ ই অগাস্ট নিহত বঙ্গবন্ধু, তার পরিবার সহ সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয় | এর পরপরই মৃত আত্মার সম্মানে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন | দ্বিতীয় পর্যায়ে সিডনিতে বেড়ে ওঠা এ প্রজন্মের কিশোর কিশোরীরা বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা ও গান পরিবেশন করে |
তৃতীয় পর্যায়ে বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার শীর্ষক আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুব লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, একাডেমিক, লেখক ও কলামিস্টরা অংশগ্রহণ করেন | স্মরণ সভা শেষে আগত সব অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয় |
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: