বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার স্মরণ সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৯ ১৭:৪৫

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:০৬

বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে   আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার স্মরণ সভা অনুষ্ঠিত

গত ২৪ শে অগাস্ট ২০১৯,  শনিবার  বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া, সিডনির স্হানীয় একটি হোটেলের বল রুমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করেছিলো | সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  বিশিষ্ট আইনজীবী সিরাজুল হক ও অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাধারণ সম্পাদক  পি এস চুন্নু | অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক  আমিনুল ইসলাম |



অনুষ্ঠানের শুরুতেই ১৯৭৫ এর ১৫ ই অগাস্ট নিহত বঙ্গবন্ধু, তার পরিবার সহ সবার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয় | এর পরপরই মৃত আত্মার সম্মানে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন | দ্বিতীয় পর্যায়ে সিডনিতে বেড়ে ওঠা এ প্রজন্মের কিশোর কিশোরীরা বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা ও গান পরিবেশন করে |



তৃতীয় পর্যায়ে বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার শীর্ষক আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুব লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, একাডেমিক, লেখক ও কলামিস্টরা অংশগ্রহণ করেন | স্মরণ সভা শেষে আগত সব অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয় |


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top