সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের নতুন কমিটির মতবিনিময়
প্রকাশিত:
৩০ আগস্ট ২০১৯ ০৪:৩৩
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৮:৫১

গত ২৫ আগস্ট (রবিবার) সিডনির স্হানীয় একটি রেস্টুরেন্টে সিডনি প্রবাসী বাংলাদেশী লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল‘(এসপিএমসি) তাদের নির্বাচন পরবর্তী প্রথম মত বিনিময় সভার আয়োজন করে।
সংগঠনটির সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীমের সভাপতিত্বে মত বিনিময় সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মতিন। পবিত্র কুরআন তেলওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর সভাপতি তার স্বাগত বক্তব্যে কাউন্সিলের সদস্যবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানান।
কাউন্সলের উপস্থিত প্রায় ৩৩ জন সদস্য লেখক, কলামিস্ট, দেশে ও প্রবাসে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও গণ মাধ্যমকর্মীরা তাদের দৈনন্দিন নানাবিধ সমস্যা, আনুষঙ্গিক প্রস্তাবনা, সম্ভাবনা, ভবিষ্যত কর্মসূচী ও কাউন্সিলের গঠনমূলক ভূমিকা প্রসঙ্গে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
মত বিনিময় সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষায় সকলকে সম্মিলিত ভাবে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানানোর পাশাপাশি হলুদ সাংবাদিকতার চর্চাকে চিরতরে বন্দ করার জন্য সকল গণমাধ্যম কর্মীদের সক্রিয় অংশ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের অধিকার রক্ষা, আইনী সুরক্ষা প্রদান এবং পেশাগত প্রশিক্ষণের ক্ষেত্রে সংগঠনের সম্ভাব্য ভূমিকার উপরও তারা আলোকপাত করেন।
এই সময় কাউন্সিলের সদস্যরা চলতি বছরে সংগঠনের কার্যক্রমের মধ্যে আইনী প্রশিক্ষন, অধিকার রক্ষা ও পরিচয়পত্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বাস্তবায়নেরও সুপারিশ করেন। বক্তরা তাদের বক্তব্যে আগামী দিন গুলোতে সম্ভাব্য সকল কার্যক্রম গ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল সব ধরনের বাস্তব মুখী পদক্ষেপ গ্রহন করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: