সিডনি আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত:
২৮ মে ২০১৮ ০৫:৪৯

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১১:০৩

সিডনি আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ২৭ মে (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।



ইফতার মাহফিলের  শুরুতে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী সিরাজুল হক  সবাইকে স্বাগত জানানোর পর ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ পবিত্র ক্কোরআনের সূরা ইউনুস থেকে ২৬ ও ২৭ নম্বর আয়াত পাঠ করেন।



মোঃ হাবিব হাসান বাংলাদেশ সহ পৃথিবীর মুসলিম উম্মাহ, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য মোনাজাত ও দোয়া পাঠ করেন। উক্ত মাহফিলে সিডনির আওয়ামী ঘরানার সব সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।এর পর সবাই ইফতারে অংশগ্রহণ করেন। নামাজের শেষে সংগঠনের সভাপতি জনাব গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  ফুহাদ শিহাবের সঞ্চালনায় দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।







 ইফতার মাহফিলে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবলীগ নেত্রী লাভলী আলম, অস্ট্রেলিয়া ও সিডনী আওয়ামীলীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু, আওয়ামীলীগ ক্যানবেরা শাখার সাধারণ সম্পাদক রিপন খন্দকার, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক এবং কাউন্সিলর মোঃ হুদা প্রমুখ।







আলোচনা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। সভাপতি গাউসুল আলম শাহজাদা আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top