বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও ইফতার মাহফিল
 প্রকাশিত: 
 ২৮ মে ২০১৮ ০৬:৪২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৮
                                বাংলাদেশের প্রয়াত রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখা ল্যকেম্বার পেরী পার্ক স্পোর্টস সেন্টারে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি অষ্ট্রেলিয়ার আহ্বায়ক প্রফেসর ড. হুমায়ের চৌধুরী রানা। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং সাজানো মামলার পাতানো রায়ে কারান্তরিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ বাংলাদেশের সকল গনতন্ত্রকামী জনগনের সুখ ও সমবৃদ্ধি চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রফেসর মৌলানা বায়োজিদ ।

দোয়া মহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী সোহেল ইকবাল,জাকির আলম লেনিন, আশরাফুল আলম রনী, হাফিজুর রহমান, ডা. মজনু, মো. ফরিদ মিয়া, মো: ফয়জুর রহমান, সাদ সামাদ, অধ্যাপক আলমগীর হোসেন, সোয়েব জাহাংগীর, আব্দুল বারেক মিয়া,সৈয়দ তানবীর আলম, ইয়াছিন আরাফাত অপু, হাজী মো. ইউসুফ,এম আই চৌধুরী ছোটন ,মাহমুদা আরাফাত,তাফতুন নিতু, কবির হোসেন, আইরিন পারবেজ, সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ। সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বি এন পির সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক জনাব ফারুক আহমেদ খান, বি এন পির সাবেক সাধারন সম্পাদক লিয়াকত আলী স্বপন, বি এন পির নেত্রী লাভলী আলম,বিএনপি অষ্ট্রেলিয়ার একাংশের সভাপতি মোসলেহ উদদীন আরিফ, শিবলী আব্দুল্লাহ, আই সি পি সির বাহার জাফর, প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ, নাসিম আহমেদ সহ আরো গন্যমান্য ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ। সব শেষে সভাপতি সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির পরি সমাপ্তি করেন।অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলী
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: