সিডনিতে সংগীত সন্ধ্যা জলসা -২ এর তারিখ পরিবর্তন


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:০৩

সিডনিতে সংগীত সন্ধ্যা   জলসা -২  এর তারিখ পরিবর্তন

জলসা ও বাংলাদেশের  প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী এবং নজরুল গবেষক   সুজিত মোস্তফা'র সঙ্গীত সন্ধ্যা আগামী ২১শে সেপ্টেম্বর (একই দিনে হওয়ার কারণে) সমঝোতার ভিত্তিতে জলসা-২ এর আয়োজকরা ২১শে সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ১৮ই জানুয়ারীতে সন্ধ্যা ৬:০০ টায় নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্যারেড থিয়েটারে আয়োজন করেছে।

গত ১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সিডনির লাকেম্বার স্থানীয় রেস্টুরেন্টে  আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানটির আয়োজক সংগঠন ‘পথ প্রোডাকশনস’ এর সদস্যরা এই তথ্য জানান।





আয়োজক আরো জানান, সিডনির বসবাসরত প্রবাসী শিল্পীদের গান পরিবেশনের সুযোগ তৈরী করে দিচ্ছে জলসা। গতবার আট জন শিল্পী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আর এবারে জলসা-২ এর গ্র্যান্ড শোতে ১৭ জন শিল্পী রবীন্দ্র, নজরুল, আধুনিক ও হিন্দি গান পরিবেশন করবে। পথ প্রোডাকশনস সর্বদা ব্যতিক্রমধর্মী কিছু অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্ঠা করে আসছে। অনুষ্ঠান সফল করার জন্য তারা সকলের সহযোগীতা চেয়েছেন।





আয়োজক ফয়সাল হোসেন জানান এই সংগীতানুষ্ঠানের সমুদয় অর্থ ক্যান্সার কাউন্সিলের জন্য অনুদান দেওয়া হবে। প্রবাসী নতুন শিল্পীদের উৎসাহ দেওয়া জলসার উদ্দেশ্য। এটা জলসার দ্বিতীয় আয়োজন তাই একে জলসা-২ বলা হচ্ছে। অনুষ্ঠানে নতুন ও পুরোনো দিনের গান দিয়ে সাজানো হয়েছে।



সাংবাদিক সম্মেলনে পথ প্রোডাকশনস পক্ষে আরো  উপস্থিত ছিলেন  শাওন অরিজিৎ, নিজাম উদ্দিন উজ্জ্বল, রাকেশ মণ্ডল, রাজিব, এবং  সুজিত মোস্তফা'র সঙ্গীত সন্ধ্যার আয়োজক আনিসুর রহমান নান্টু প্রমুখ। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top