সিডনিতে 'সংজ্ঞায়িত পরিচয়' নাটকের শুটিং শুরু হয়েছে
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৬
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৫০

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি লেখক ও নাট্যকার নাইম আবদুল্লাহ’র কাহিনী ও সংলাপে এম রহমুতুল্লাহ'র প্রযোজনায় নির্মিত হচ্ছে বাংলা নাটক ‘সংজ্ঞায়িত পরিচয়’। ১৫ সেপ্টেম্বর (রবিবার) সিডনির স্থানীয় একটি রেষ্টুরেন্টে নাটকটির শুটিং শুরু হয়েছে।
নাটকটির পরিচালক মোঃ কাইউম জানান , সিডনির অপেরা হাউজ, হারবার ব্রিজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দর্শনীয় স্থান সহ রেস্টুরেন্ট ও ইনডোর লোকেশনে নাটকটির চিত্রায়ন হবে।
তিনি আরও জানান, স্থানীয় প্রবাসীরা এই নাটকটিতে অভিনয় করছেন। আবহ সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন প্রবাসী সঙ্গীত শিল্পী রুহুল আমিন।নাটকটি স্থানীয় ও দেশের টিভি চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে।
নাট্যকার নাইম আবদুল্লাহ জানান, দুই যুগ পরে দেশ থেকে আসা একজন বাবা তার মেয়ে ও স্ত্রীকে খুজতে আসার ঘটনা, পারিবারিক বন্ধন ও টানাপোড়ন নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন, রহমতউল্লাহ, মেরিনা জাহান, নুসরাত জাহান স্মৃতি, মোঃ কাইউম, সৈয়দ আজীম চঞ্চল, মুনিরা কাইউম ও সামিদ কাইউম, সহ বেশ কয়েক জন প্রবাসী বাংলাদেশী।আজকের নাটকে“চিত্রগ্রহন করছেন মহিবুর রহমান। তার সহযোগিতায় রয়েছেন সৈয়দ আজীম চঞ্চল। মেকাপে আছেন, ফাতেমা তুজ জোহরা টিনা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: