নজরুল সংগীতে দর্শকদের মুগ্ধ করলেন শিল্পী এহসান রেজা


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৯:২৯

নজরুল সংগীতে দর্শকদের মুগ্ধ করলেন শিল্পী এহসান রেজা

নজরুল সংগীতে দর্শকদের মুগ্ধ করলেন শিল্পী এহসান রেজা

নজরুলের বাণী আর সুরের মূর্চ্ছনায় দর্শকদের মুগ্ধ করলেন অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী এহসান রেজা। সিডনির কোগরার সেইন্ট জর্জ অডিটোরিয়ামে ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় অসাধারণ এক মনমুগ্ধকর সংগীতের আসর" সুরের জলসা" অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিল  জন্মভূমি টেলিভিশন। 



নজরুল সংগীতের আসরে সন্ধ্যা থেকেই অনুষ্ঠান স্হলে আসতে শুরু করেন নজরুল প্রেমীরা। মিলনায়তনে হালকা মিষ্টি একটা আলোর আবেশে সেতারের ঝংকারে নান্দনিক পরিবেশ সৃষ্টি করে। তারপর একে একে নজরুলের গানে বিমুগ্ধ হন দর্শকরা।



 খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু ..., চাঁদ হেরিছে ...,কার নিকুঞ্জে রাত কাটায়ে আসলে প্রাতে ...,শাওন ও রাতে যদি স্মরণে আসে মোর..........নয়ন ভরা জল গো তোমার... অসাধারণ এই গানগুলো বিমোহিত করেন আসরে অংশ নিতে আসা সংগীত পিপাষুদের।



সুরের মায়াজালে বেঁধে রাখেন   মিলনায়তনে উপস্থিত বিশুদ্ধ সংগীতের শ্রোতাকূলকে। সমগ্র অনুষ্ঠানে শ্রোতাদের বাড়তি পাওনা ছিল শিল্পীর সহায়তাকারী যন্ত্রশিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা।  শিল্পীকে তবলায়  সহায়তা করেন অভিজিত দান,কী বোর্ডে নীলাদ্রী চক্রবর্তী ,গিটারে বনফুল, মন্দিরাতে লোকমান হাকিম। গানের বিরতিতে নৃত্য পরিবেশন করেন অর্পিতা সোম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসিমা আক্তার। 



{gallery-on}



সায়রা মির্জার সামগ্রিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতা সুধীজনের প্রশংসা কুড়োয়। তিনি প্রভাত ফেরীকে বলেন,  যারা কষ্ট করে এই অনুষ্ঠাটিটি দেখতে এসেছিলেন তাদের সবাইকে ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা ছাড়া এই অনুষ্ঠান সফল করা সম্ভব হতো না। এই সময় তিনি আগামীতে আরো বড় পরিসরে এই রকম মনমুগ্ধকর সংগীতের আসর আয়োজনের আশাবাদ ব্যাক্ত করেন। 



 



অনুষ্ঠানে  অন্যান্য অতিথিদের সাথে উপস্হিত ছিলেন জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, প্রভাত ফেরীর প্রকাশক সোলায়মান দেওয়ান আশরাফী, প্রভাত ফেরীর প্রধান সম্পাদক শ্রাবন্তী কাজী আশরাফী, জন্মভূমি টেলিভিশনের প্রধান নির্বাহী রাহেলা আরেফিন প্রমূখ। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top