সিডনী সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সিডনিতে শিল্পী সুজিত মুস্তফার সঙ্গীত সন্ধ্যা শনিবার


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৩

আপডেট:
৬ মে ২০২৪ ০০:৫০

সিডনিতে শিল্পী সুজিত মুস্তফার  সঙ্গীত সন্ধ্যা শনিবার

বাংলাদেশের প্রখ্যাত নজরুল গীতি, আধুনিক ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা'র ‘মর্মে মম ধ্বনি’ নামে একটি সঙ্গীত সন্ধ্যা  আগামী ২১শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬:০০ টায় সিডনির ডুরালের স্পেসে ফিক হিলস খ্রিসিয়ান স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশ নিতে সুজিত মুস্তফা ইতিমধ্যে সিডনি এসে পৌঁছেছেন  তার সাথে স্হানীয় শিল্পী ইন্দ্রাণী মুখার্জী, রাহুল হাসান এবং অমিয়া মতিন ও সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া যন্ত্রে থাকবেন অভিজিৎ দাঁ ও নীলাদ্রী চক্রবর্তী।



'অনুষ্ঠানের টিকেটের মূল্য গোল্ড ২০ ও ভিআইপি ৩০ ডলার। 'মর্মে মম ধ্বনি’-সঙ্গীতানুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আনিসুর রহমান নান্টু-(0411202928) সঙ্গীত পিয়াসী সকলকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করে টিকেট সংগ্রহ করতে অনুরোধ করেছেন।





 



শিল্পী সুজিত মোস্তফা সংগীত সন্ধ্যায় নজরুল সংগীত,আধুনিক গানসহ বিভিন্ন ঘরানার গান পরিবেশন করবেন। তিনি ইতিপূর্বে দেশে অসংখ্য আসরে একক গান পরিবেশন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স,, জাপান, চীন, নেপাল, শ্রীলংকা সফরে সংগীত পরিবেশন করেন। বাংলাদেশ বেতার ও বিটিভির স্পেশাল গ্রেডের শিল্পী তিনি।





 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top