২২ সেপ্টেম্বর সিডনিতে বান ভাসি গান
প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩১
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

আসছে ২২ সেপ্টেম্বর রবিবার অস্ট্রেলিয়ার বাংলা সঙ্গীতের জনপ্রিয় শিল্পী সৃজনী দাঁ 'বান ভাসি গান' অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। তাঁর একক সংগীত সন্ধ্যা ঐ দিন সাড়ে ছয়টায় সিডনির হার্টসভিল সিভিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহী সৃজনীর প্রথম পাঠ শুরু হয়েছিল তাঁর মায়ের কাছে, যিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। এরপর তিনি গুরু গোলাম আল্লাহবাদ, এশা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস ব্যানার্জি মতো গুনী শিক্ষকদের কাছ থেকে তলিম গ্রহন করেন। বর্তমানে শ্রী গৌতম ঘোষাল ও পার্থ সারথি দেশিকােন'র অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। সংগীত জীবনের পুরোটা সময় জুড়েই সৃজনী সর্বস্তরের সংগীত প্রেমীদের মন জয় করেছেন এবং ভারত এবং অস্ট্রেলিয়া জুড়ে বিভিন্ন স্থানে ১০০ বেশী কনসার্টে পারফর্ম করছেন। তার বেশ কয়েকটি গানের এ্যালবাম রয়েছে।
তিন শৈশবকাল থেকেই বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং বেশ কিছু পুরস্কার জিতেছেন। ২০১৭ সালে, সৃজনী ‘‘Colors Singing Megastar Australia’. ’ খেতাব অর্জন করেছিলেন। সংগীতের শিক্ষক হিসাবে তিনি সিডনিতে খুবই জনপ্রিয়।
অনুষ্ঠানটির প্রবেশ মূল্য ভিআইপি ৫০ ডলার ও সাধারণ ২৫ ডলার। টিকিট ছাড়াও যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন অভিজিৎ দাঁ ০৪২৩৮৭৪৫৪২, রিপা ০৪০৩৪৯২৪৩০।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: