ফেসবুক ভিত্তিক গ্রুপ 'পেন্সিল অস্ট্রেলিয়া'র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১৯:৩৮

ফেসবুক ভিত্তিক গ্রুপ 'পেন্সিল অস্ট্রেলিয়া'র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর

অস্ট্রেলিয়া বসবাসরত সাহিত্য প্রেমী বাংলাদেশিদের  ফেসবুক ভিত্তিক গ্রুপ 'পেন্সিল অস্ট্রেলিয়া' আগামী ২৮শে সেপ্টেম্বর শনিবার ইংগেলবার্নের দাওয়াত রেস্টুরেন্টে আয়োজন করা হচ্ছে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানের। শুদ্ধচর্চা, সাহিত্যের প্রতি অনুরাগ এবং নান্দনিক কিছু সৃষ্টির প্ল্যাটফর্ম তৈরীর স্বপ্ন নিয়ে ১২ সেপ্টেম্বর ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে সৃষ্টি হয়েছিল ফেসবুকভিত্তিক সাহিত্যচর্চার এই গ্রুপটি । 



পেন্সিলের মডারেটর সাকিনা আক্তার জানান, নিবন্ধনকৃত সদস্যদের নিয়ে  আগামী ২৮ সেপ্টেম্বর (বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা) পর্যন্ত শনিবার এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।এ উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এখানে অংশগ্রহণ করবে স্থানীয় স্বনামধন্য শিল্পীরা যারা পেন্সিলের সদস্য।



 এই আয়োজনে পেন্সিল পরিবারের সবার সপরিবার, সবান্ধব অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।   এতে প্রত্যেককের জন্য ১০ ডলার প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে। তবে  পাঁচ বছরের নিচে শিশুদের জন্য কোন ফি নেই। আসন সংখ্যা সীমিত তাই আগ্রহীদের পেন্সিলের ফেসবুক পেজে গিয়ে দ্রুত নাম নিবন্ধের জন্য অনুরোধ করা হয়েছে। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top