সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


গানের স্বর্ণালী সন্ধ্যায় সিডনি মাতালেন সুজিত মুস্তফা


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৫

আপডেট:
৫ মে ২০২৪ ১৬:২১

গানের স্বর্ণালী সন্ধ্যায় সিডনি মাতালেন সুজিত  মুস্তফা

সন্ধ্যা হতে না হতেই সিডনির ডুরালের স্পেসে ফিক হিলস খ্রিসিয়ান স্কুল অডিটোরিয়ামে শ্রোতাদের উপস্থিতিতে বাড়তে থাকে।  দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফার গান শুনতে অধীর আগ্রহে সবাই অপেক্ষায় রয়েছে। ঘড়িতে ঠিক সন্ধ্যা ৭টা বাজতেই শিল্পী মঞ্চে আসলেন। একের পর এক তার পরিবেশনায় মুগ্ধ করলেন শ্রোতাদের। প্রবাসে যে এখনও সুস্থধারার সঙ্গীতের প্রতি অনেকের আকাঙ্ক্ষা রয়েছে, তার প্রমাণ মিলল ২১শে সেপ্টেম্বর শনিবার ‘মর্মে মম ধ্বনি’ নামের এই সঙ্গীত সন্ধ্যায় । প্রথম থেকে শেষ পর্যন্ত নিমগ্ন চিত্তে সবাই গান শুনলেন এবং প্রতিটি গান শেষে তুমুল করতালি দিয়ে তাকে অভিনন্দিত করেন এবং শিল্পীকে অনুরোধ জানাতে থাকেন পছন্দের গান গাওয়ার জন্য। বলতে গেলে কাউকেই নিরাশ করেননি তিনি। তার পরিবেশনায় নজরুল সঙ্গীতই ছিল বেশি, পাশাপাশি সঙ্গীতের স্বর্ণযুগের গানও করলেন সাবলীলভাবে।  শিল্পীও ছিলেন খোশ মেজাজে  তাই গানের ফাকে ফাকে তার রসাত্মক কৌতুক পূর্ন আলাপচারিতা শ্রোতাদের হাসির খোরাক জোগায়। 





‘নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল’ নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে শিল্পী তার পরিবেশনা শুরু করেন। এরপর তিনি পর পর গেয়ে শোনান নজরুলের-‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে’, ‘’ ও ‘মোর প্রিয়া হবে এসো রাণী’। এর পর আসতে থাকে একের পর এক অনুরোধ। তিনি গেয়ে শোনালেন 'অনেক বৃষ্টি ঝরিয়ে তুমি এলে', 'দাঁড়ালে দুয়ারে কে তুমি ভিখিরি',' না না যেওনা। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আবুহেনা মোস্তফা কামালের গান গেয়েও বাবাকে শ্রদ্ধা জানান শিল্পী সুজিত মোস্তফা। এ গানগুলোর মধ্যে ছিল ‘তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন মধুর’ ।  ‘পরদেশি মেয়ে’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি হয়।  শ্রোতারা জানালেন চমৎকার এক সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন শিল্পী সুজিত মোস্তফা। উৎফুল্ল কণ্ঠে শিল্পী  পরের কোন অনুষ্ঠানে আরো বড় পরিসরে আরো দীর্ঘ সময় গান শোনানোর প্রতিশ্রুতি ব্যাক্ত করলেন।







অনুষ্ঠানে স্হানীয়  শিশু শিল্পদের পরিবেশনার  পাশাপাশি ইন্দ্রাণী মুখার্জী, রাহুল হাসান এবং অমিয়া মতিন  সঙ্গীত   পরিবেশন করেন। এছাড়া যন্ত্রে ছিলেন অভিজিৎ দাঁ ও নীলাদ্রী চক্রবর্তী। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন  সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফার বাল্য বন্ধু  আনিসুর রহমান নান্টু।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top