সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সিডনিতে অনুষ্ঠিত হলো ‘বান ভাসি গান’র মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪

আপডেট:
৫ মে ২০২৪ ১৭:৩১

সিডনিতে অনুষ্ঠিত হলো ‘বান ভাসি গান’র মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যা

জনপ্রিয় সঙ্গীতশিল্পী সৃজনী দাঁ একক সঙ্গীত সন্ধ্যা ২২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় সিডনির হার্স্টভিল এন্টারটেইনমেন্ট সেন্টারে  অনুষ্ঠিত হয়েছে। ‘বান ভাসি গান’র মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজক ছিলো দাঁ স্টুডিও। সন্ধ্যা নামতেই  সিডনিতে বসবাসরত বাংলাদেশী এবং ভারতীয় সঙ্গীত অনুরক্ত দর্শক শ্রোতার ভীড় জমতে শুরু করে হার্স্টভিল এন্টারটেইনমেন্ট সেন্টারে  ।  প্রিয় এই শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো দারুণ উভোগ করেন দর্শকেরা। সৃজনী দাঁ তার সুরেলা কণ্ঠের পরিবেশনা দিয়ে উপস্থিত শ্রোতাদের মোহিত করেন।



শ্রীমন্ত মুখার্জী উপস্হাপনায়  সৃজনী দাঁ একে একে গেয়ে শোনান বারো মাসে তেরো পার্বণ; এ শুধু গানের দিন; উচাটন মন ঘরে রয়না; এক বৈশাখে দেখা হলো দুজনায়; তুমি বও; আমি চলতে চলতে থেমে গেছি; আঁধার আমার ভালো লাগে; মায়াবতী মেঘে এলো তন্দ্রা; আবার কখন কবে; আমায় তুমি চিনলে নাগো; কাগজের ফুল এবং মাকে যদি এনে দাও। 





বিরতির পরে তিনি শুরু করেন রাহুল দেব ও আশা ভোঁসলের বিখ্যাত গান তুমি কত দুরে। লতা জির দূরে আকাশ শামিয়ানা গানটি। এরপর একে একে শোনান ইন্তেজার; তোমারও জানালা; বৃষ্টি পায়ে পায়ে; কত রাতের পরে রাত গেছে চলে। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সাবিনা ইয়াসমিনের ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’ গানের সঙ্গে দর্শকেরাও কন্ঠ মেলান। এছাড়াও তিনি শাহনাজ রহমতুল্লাহর একটি গান করেন। মান্না দে’র বিখ্যাত গান ‘ওকে আজ চলে যেতে বলোনা’ গেয়ে শোনান। অনুষ্ঠানে সৃজনী দাঁ'র শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। এ সময় সুরের মূর্ছনায় উপস্হিত দর্শক শ্রোতারা মাতোয়ারা হয়ে ওঠে ।







অনুষ্ঠান চলাকালে সিডনিবাসী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকীনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে ছিলেন তবলায় অভিজিৎ দাঁ এবং কীবোর্ডে দেবযানী, গীটারে ভীর ও ডম, পারকিউশনে রাশনান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top