গনশিক্ষা মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির সাথে আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার মত বিনিময়
 প্রকাশিত: 
 ৫ জুলাই ২০১৮ ১৩:৩৫
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৮:৪৮
গত ৪ জুলাই সন্ধ্যায় সিডনি সফররত গনশিক্ষা মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির সাথে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার মত বিনিময় সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক পি এস চুন্নুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী,বর্তমান গনশিক্ষা মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ মোতাহার হোসেন , সামসুল হক চৌধুরী(চট্টগ্রাম -১২) সংসদ সদস্য ,নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু (সাবেক ছাএলীগের সাধারন সম্পাদক), বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী আ খ ম জাহাংগীর হোসেইন এমপি,সংরক্ষিত নারী আসনের সাংসদ উম্মে রাজিয়া কাজল প্রমুখ ।
 
বক্তরা বলেন শেখ হাসিনার আমালে মানুষের উন্নয়ন হয় মানুষ স্বপ্ন দেখতে শুরু করে। দেশের মানুষের জন্য আওয়ামী লীগকে আবার ও ক্ষমতা আসতে। এই জন্য প্রবাসী নেতা কর্মীদের ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।এই সময় বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: