সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ইউটিউবে সবার জন্য উন্মুক্ত হলো “বৈশাখের হাওয়া”


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২০ ২১:৫৫

আপডেট:
২১ এপ্রিল ২০২০ ২১:৫৮

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: দর্শকের লেখা গল্প নিয়ে তৈরি হয়েছিল বৈশাখী টেলিছবি ‘বৈশাখের হাওয়া’। স্ত্রী বিজরী বরকতুল্লাহ ও সন্তানকে নিয়ে বস্তিতে থাকেন শতাব্দী ওয়াদুদ। পান্তা ভাত তো রোজই খেতে হয়। বৈশাখের দিন ছোট ছেলেটি ইলিশ খাওয়ার বায়না ধরে মা-বাবার কাছে। কী করবেন গৃহকর্তা?

এদিকে বস্তিতে বসবাসকারী এই পরিবারটির সঙ্গে অলক্ষে একটা যোগসূত্র তৈরি হয় এলাকার শিক্ষিত তরুণ-তরুণী মিশু সাব্বির, শাহতাজসহ আরো কয়েকজনের। এই দুই পক্ষের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বৈশাখের হাওয়া’ টেলিছবিটি। এতে সুন্দর ও সময়োপযোগী একটি বার্তা দেওয়া হয়েছে। শতাব্দী ওয়াদুদ ও বিজরী বরকতুল্লাহ অভিনীত এ কাজটি এর আগে  দেখেছিলেন বাংলাফ্লিক্সের দর্শকরা।

এবার এটি সবার জন্য এলো ইউটিউবে। দেখা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। টেলিছবিটি লিখেছিলেন জি এম আজম। আর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

টেলিছবিটিতে আছেন শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতুল্লাহ, মিশু সাব্বির, শাহতাজ, মালিহা, নানজিবা, শ্রাবণ প্রমুখ। জি এম আজমের লেখা গল্প থেকে এর চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। টেলিছবির জন্য 'নববর্ষ' নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন কর্ণিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top