সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


করোনা কেড়ে নিলো সুরকার ওয়াজিদ খানের প্রাণ


প্রকাশিত:
২ জুন ২০২০ ২২:০৯

আপডেট:
২ জুন ২০২০ ২২:১১

ফাইল ছবি

 

প্রভাত ফেরী:  বলিউডের প্রখ্যাত সাজিদ-ওয়াজিদ সুরকার জুটির ওয়াজিদ খান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সে তিনি মারা গেছেন। সংগীতশিল্পী সোনু নিগম সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

সুরকার সেলিম মার্চেন্ট গণমাধ্যমকে জানান, তার বেশ কিছু সমস্যা ছিল। বেশ কিছুদিন আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তবে সম্প্রতি তার কিডনিতে ইনফেকশন হয়। গেল চারদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন। ক্রমেই তার অবস্থার অবনতি হয়। এর আগে বিনোদন সাংবাদিক ফরিদুন শাহরিয়ারও নিশ্চিত করেন করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওয়াজিদ খানের। এদিকে ওয়াজিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। প্রিয়াঙ্কা চোপড়া, বাবুল সুপ্রিয়, তুলসী কুমারসহ অনেকেই শোক জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে সালমান খানের ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন দুই ভাই সাজিদ-ওয়াজিদ। তারা বেশ কয়েকটি সুপারহিট ছবির সঙ্গীতের কাজ করেন যার মধ্যে রয়েছে ‘দাবাং’ সিরিজ, ‘চোরি চোরি’, ‘হ্যালো ব্রাদার’, ‘ওয়ান্টেড’, ‘মুঝছে শাদি করোগি’ ইত্যাদি। তারা সালমানের সম্প্রতি রিলিজ হওয়া ‘ভাই ভাই’ গানের সুরও করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top