স্নিগ্ধা মোমিন মোশাররফ করিমের নায়িকা
প্রকাশিত:
১৮ মে ২০১৮ ১১:৫১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৪:৩০

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। আসছে ঈদ-উল ফিতরে ‘তোমাকে চাই’ নামের একটি বিশেষ নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। রোববার থেকে উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে।
এ প্রসঙ্গে স্নিগ্ধা মোমিন বলেন, ‘এই নাটকটির মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে আবারও একই নাটকে অভিনয় করলাম। এর আগে ২০১৩ সালে রেদওয়ান রনি পরিচালিত 'রেডিও চকোলেট' নাটকে তার সঙ্গে অভিনয় করেছিলাম।’
নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নাটকের গল্প কমেডি-রোমান্টিক ঘরানার। তবে নাটকটির প্লট খুব ভালো লেগেছে আমার কাছে। আশা করছি নাটকটি ঈদে দর্শকদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে তুলবে।’
মুহাম্মদ আবু রাজিনের রচনা, চিত্রনাট্য ও সংলাপে নির্মাণাধীন এই নাটকের শুটিং চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। নাটকটিতে মোশাররফ করিম-স্নিগ্ধা মোমিন ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত,শর্মিলী আহমেদ’সহ অনেকে।
মুরসালিন শুভ’র গল্প ভাবনা ও নির্দেশনায় নাটকটি প্রযোজনা করছে গ্লোব এন্টারটেইনমেন্ট। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবার কথা রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: