সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


গোলাপি টেস্ট রাঙাতে কলকাতায় রুনা লায়লা


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ০৫:১৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৬:৩২

গোলাপি টেস্ট রাঙাতে কলকাতায় রুনা লায়লা

প্রভাত ফেরী ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেনে আগামীকাল (২২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোলাপি টেস্ট’ হিসেবে পরিচিতি পাওয়া বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। দিবারাত্রির ম্যাচটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।



এই অনুষ্ঠানে তার অংশ নেয়ার ব্যাপারে সংশয় ছিল। অবশেষে সব সংশয় কাটিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কলকাতার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কিংবদন্তি এই গায়িকা। তার পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে, এরইমধ্যে কলকাতায় পৌঁছে গেছেন রুনা। দুপুরের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।



সৌরভ গাঙ্গুলি ব্যক্তিগতভাবে রুনা লায়লার গানের ভক্ত। উপমহাদেশের সংগীত ব্যক্তিত্ব হিসেবে রুনার প্রতি সৌরভের শ্রদ্ধাও রয়েছে। এর আগে ২১০৬ সালে সৌরভের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’-তে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বাংলাদেশের গানের পাখি রুনা লায়লা।



ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে টেস্ট শুরুর আগে সংক্ষিপ্তাকারে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য সৌরভের আমন্ত্রণ পেয়েছেন উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা।



এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, রুনা লায়লা ছাড়াও গোলাপি বলের টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশনা করবেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।



জানা গেছে, কলকাতা টেস্টে উপস্থিত থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ স্মারকের ব্যবস্থা করছেন সৌরভ গাঙ্গুলি। তাকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) পক্ষ থেকে ক্রিকেট বলের আকৃতির স্মারক ও স্বর্ণের মুদ্রা দিয়ে সম্মানিত করার পরিকল্পনা রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top