সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


'বঙ্গবন্ধু' ছবি দিয়ে ৮ বছর পর চলচ্চিত্রে ফিরছেন দিঘী


প্রকাশিত:
৫ মার্চ ২০২০ ০৫:৫৪

আপডেট:
৫ মার্চ ২০২০ ২১:৪৯

ফাইল ছবি

প্রভাত ফেরী: ৮ বছর পর চলচ্চিত্রে ফিরছেন জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র শিল্পী দিঘী। নির্মিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি চরিত্রে দেখা যেতে পারে দীঘিকে।

শিশুশিল্পী হিসেবে ডজনের বেশি ছবিতে অভিনয় করে তারকা বনে গিয়েছিলেন দিঘী। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১২ সালে সর্বশেষ ‘ছোট্ট সংসার’ ছবিতে দেখা গিয়েছিলো তাকে।

অপেক্ষার অবসান ঘটিয়ে ৮ বছর পর আবারো চলচ্চিত্রে ফিরছেন তিনি। নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ‘রেনু’র কিশোরী বেলার চরিত্রে দেখা যাবে দীঘিকে।

বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। গত ১ মার্চ নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়। তাতে প্রাথমিকভাবে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে কাজ করবেন এমন ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়। সেখানে দেখা যায়, শেখ মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র চরিত্রে প্রার্থনা দীঘির নাম।

দিঘীর বাবা অভিনেতা সুব্রত বলেন, ৯ ফেব্রুয়ারি বিটিভি ভবনে দীঘি অডিশন দেয়। প্রাথমিকভাবে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে জেনেছি, সেখানে রেনু চরিত্রে দিঘীর নাম রয়েছে। তবে দীঘির কাছে এখনো কোনো চূড়ান্ত বার্তা আসেনি। যে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সেটি প্রধানমন্ত্রীর কাছে যাবে।

তিনি স্বাক্ষরের পর বিষয়টি চূড়ান্ত হতে পারে। দিঘী যদি রেনুর চরিত্রের জন্য সুযোগ পায়, তাহলে বঙ্গবন্ধু’র এ ছবিটিই হবে তার কামব্যাক। রেনু’র যখন বিয়ে হয়, তখন বয়স ছিল ১৩। দিঘীর বাবা সুব্রত বলেন, দিঘী যদি রেনুর চরিত্রটি করে তাহলে ১৩-১৭ বছর বয়সের সময়টায় রেনু চরিত্রে অভিনয় করবে। সুযোগ পেলে দিঘী অবশ্যই ছবিতে কাজ করবে, এটাতো বিরাট পাওয়া!

বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং তার কন্যা শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।


বিষয়: দিঘী


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top