সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি: তরুণদেরও রেহাই নেই করোনা থেকে


প্রকাশিত:
২১ মার্চ ২০২০ ১৮:১৮

আপডেট:
২৩ মার্চ ২০২০ ০৩:৩২

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাস থেকে তরুণেরাও রেহাই পাবে না জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দিয়েছে। করোনাভাইরাসের এতদিনের চিত্রে তরুণ-তরুণীদের মৃত্যুহার অপেক্ষাকৃত কম দেখা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, করোনা থেকে রেহাই পাবে না তারুণ্যও। সেজন্য তাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার সংস্থাটির প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, তরুণদের সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর ব্যবধান তৈরি করতে পারে।

বিশ্বজুড়ে মহামারির রুপ নেওয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১১ হাজারের বেশি মানুষের। মৃতদের বেশিরভাগই বয়স্ক হওয়ায় বহু দেশের তরুণেরা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ মেনে চলছে না বলে জানা যাচ্ছে। আর এর জেরেই তরুণদের সতর্ক করলেন ডব্লিউএইচও প্রধান।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া শুরু করে। তবে এখন এই ভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইউরোপ। ইতালিতে মারা গেছে সবচেয়ে বেশি মানুষ। শুক্রবার পর্যন্ত সেখানে চার হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে।

সংস্থাটির মহাপরিচালক বলেন, আমার কাছে তরুণদের জন্য একটি বার্তা আছে। আপনারা (করোনার কাছে) অপরাজেয় নন। এই ভাইরাসটি আপনাকে কয়েক সপ্তাহের জন্য হাসপাতালের বিছানায় নিয়ে যেতে পারে, এমনকি শেষও করে ফেলতে পারে। আপনি যদি অসুস্থ নাও হন, তাহলেও আপনার চলাচলের সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর ব্যবধান হয়ে উঠতে পারে’।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top