সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা


প্রকাশিত:
২৪ মার্চ ২০২০ ১৭:৪৭

আপডেট:
২৫ মার্চ ২০২০ ০১:৪৬

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাস নিয়ে আরও একবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাস মহামারি আরো ‘বেগবান’ হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছে।

স্থানীয় সময় সোমবার ( ২৩ মার্চ) ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, করোনা মহামারি প্রকট আকার ধারণ করছে। তবে এখনো এর গতি রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পরিসংখ্যান উল্লেখ করে বলেন, ‌‘বৈশ্বিক এই মহামারি দ্রুত বিস্তার লাভ করছে। ডিসেম্বেরের শেষে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এক লাখ মানুষকে আক্রান্ত করতে এটি সময় নিয়েছিল ৬৭ দিন। কিন্তু পরের ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে ১১ দিনে। আর সংখ্যাটা ৩ লাখে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৪ দিন।’

তিনি বলেন, জিততে হলে, আমাদের নির্দিষ্ট লক্ষ্যে কৌশল গ্রহণ করে ভাইরাসটির বিরুদ্ধে আরো ভয়াবহ আক্রমণাত্মক পথে হাঁটতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পুনরায়, সন্দেহজনক প্রত্যেককে পরীক্ষা করানো, আইসোলেট করাসহ আক্রান্ত সবার সেবা নিশ্চিত করার কথা বলেছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কোয়ারেন্টাইন করার আহ্বানও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top