সিডনী রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ইতিহাসের এই দিনে: শহীদ আসাদ দিবস ২০ জানুয়ারি


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২০ ২২:০৬

আপডেট:
২২ জানুয়ারী ২০২০ ০৮:৩৯

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: শহীদ আসাদ দিবস আজ (২০ জানুয়ারি)। ১৯৬৯ এর গণআন্দোলনের এই দিনে পুলিশের গুলিতে নিবেদিত দেশপ্রেমিক আসাদুজ্জামান আসাদ নিহত হন। এ হত্যাকাণ্ডের পরদিন ২১ জানুয়ারি দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। বিকেলে পল্টন ময়দানে গায়েবানা জানাজা শেষে লক্ষাধিক লোক খালি পায়ে মৌন মিছিল নিয়ে ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে। আসাদ হত্যার প্রতিবাদে তৎকালীন সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ ২২ ও ২৩ জানুয়ারি শোক দিবস এবং ২৪ জানুয়ারি প্রতিবাদ দিবস পালন করে।

২৪ তারিখে দেশে হরতালও পালিত হয়। কর্মসূচির শেষ দিনটি একটি স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানে রূপ খানের একনায়ক শাসন ব্যবস্থা ন্তরিত হয়। ফলে মাত্র দু'মাসের মধ্যে আইয়ুব ও তার সরকারের পতন ঘটে। আইয়ুবের পতনের প্রতীক হিসেবে দেশের বিভিন্ন স্থানে জনতা আইয়ুবের নামফলক নামিয়ে আসাদের নাম সংযোজন করে। ঢাকার আইয়ুব গেট হয়ে যায় আসাদ গেট, আইয়ুব এভিনিউ হয়ে যায় আসাদ এভিনিউ।

আসাদের জন্ম ১৯৪২ সালের ১০ জুন নরসিংদীর শিবপুরে। ১৯৬০ সালে শিবপুর হাই স্কুল থেকে ম্যাট্রিক, ৬৩ তে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমেডিয়েট, ৬৬ তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং ৬৭ তে এমএ পাস করেন। এরপর এলএলবিতে ভর্তি হয়েছিলেন ঢাকা সিটি ল’ কলেজে। তৎকালীন কৃষক আন্দোলনের কিংবদন্তীর সংগঠক মজলুম জননেতা মওলানা ভাসানীর রাজনীতির অনুসারী ছাত্র ইউনিয়নের নেতা আসাদকে সঙ্গে নিয়ে মওলানা ভাসানী নরসিংদীতে কৃষক সমিতির শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছিলেন।

ভাসানীর নেতৃত্বাধীন আন্দোলন সফল করতে গিয়ে ৬৮ তে পুলিশের নির্যাতনে গুরুতর আহত হয়ে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন আসাদ। ৬৯-এর ২০ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রসংগ্রাম পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্ত্বরে অনুষ্ঠিত হয় ছাত্রসভা। হাজার হাজার ছাত্র ১৪৪ ধারা ভঙ্গ করে ওই সভা শেষ করে বিশাল মিছিল বের করে। ওই মিছিলে পুলিশ, ইপিআর বেদম লাঠিচার্জ ও শেল নিক্ষেপ করে। মেডিকেল কলেজের অনতিদূরে হাসপাতালের পূর্ব গেটে পুলিশের গুলিতে আসাদ নিহত হন। সেই থেকে প্রতিবছর ২০ জানুয়ারি আসাদ দিবস পালিত হয়ে আসছে।


বিষয়: আসাদ


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top