সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


১১৯ আসনে এগিয়ে ইমরানের দল


প্রকাশিত:
২৬ জুলাই ২০১৮ ১৩:৩০

আপডেট:
২১ মে ২০২৪ ০১:০৩

১১৯ আসনে এগিয়ে ইমরানের দল

পাকিস্তানে জাতীয় নির্বাচনে বুধবার ভোটগ্রহণ শেষে প্রাথমিকভাবে পাওয়া বেসরকারি ফলাফলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)।



ইতোমধ্যে ইমরানের সমর্থকেরা রাস্তায় নেমে উল্লাস করছেন। তবে ইমরান খানের দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে তাকে জোট গঠনের পথে হাঁটতে হবে।



নির্বাচনে এখন পর্যন্ত ৪৭ শতাংশ কেন্দ্র থেকে ফল প্রকাশ হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ২৭২টি আসনের মধ্যে ইমরানের পিটিআই পেয়েছে ১১৯টি আসন, নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৬১টি আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৪০টি আসন।



পাকিস্তানের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বেসামরিক দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে। এর কারণে এবারের নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছে বিশ্ব গণমাধ্যম। এবার ১০ কোটি ৬০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top