সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


আবুধাবি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা


প্রকাশিত:
২৮ জুলাই ২০১৮ ০০:৫৪

আপডেট:
২১ মে ২০২৪ ০২:৩৮

আবুধাবি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।



আল মাশিরাহ টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার আবুধাবির বিমানবন্দরে দা সাম্মাদ-৩ ড্রোন দিয়ে তিনটি হামলা চালানো হয়েছে। এতে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে।



তবে হুতিদের হামলার দাবি অস্বীকার করে আমিরাত জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল।



এর একদিন আগে হুতি বিদ্রোহীরা বাব আল মানদেব প্রণালীতে দুটি তেলবাহী জাহাজে হামলা চালায়। ফলে লোহিত সাগরের ওই পথ দিয়ে তেল পরিবহন বন্ধ রাখতে বাধ্য হয়েছে সৌদি আরব।



উত্তর ইয়ামেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে হুতি বিদ্রোহীরা। পশ্চিমা জোটের অংশ হিসেবে আরব আমিরাত ২০১৫ সাল থেকে তাদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।



আরব আমিরাতের কাছে একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে। সেটি স্বল্প-মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম।



টুইটারে আবুধাবি বিমানবন্দর জানিয়েছে, সরবরাহ বাহনে একটি সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তাতে তাদের কার্যক্রমে কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু সমস্যাটি হামলার প্রভাবে হয়েছে কিনা তা পরিষ্কার করেনি।



গত ডিসেম্বরে আবুধাবির পারমাণ বিদ্যুৎ চুল্লিতে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top