সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


জাতিসংঘ অধিবেশনে এরদোগানের কড়া ভাষণ, ক্ষুব্ধ ইসরাইল ও ভারত


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৫

আপডেট:
১৭ মে ২০২৪ ২৩:৩৭

 

প্রভাত ফেরী: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কঠোর সমালোচনার মুখে অধিবেশন ছাড়তে বাধ্য হয়েছে ইসরাইলের একজন প্রতিনিধি। আগের রেকর্ড করা এ বক্তব্যে এরদোগান ইসরাইলকে ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদার, আগ্রাসী এ সন্ত্রাসী পলিসি গ্রহণ করেছে বলে মন্তব্য করেন।

ইরাসাইলের নোংরা হাত জেরুজালেরমের পবিত্রতা ও গোপনীয়তা ধ্বংস করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনটি ধর্মের পবিত্র এ স্থানের দিকে ক্রমেই ইসরাইল হিংসাত্মক হয়ে ওঠছে। গত অর্ধশতাব্দী ধরে ফিলিস্তিনের জনতা ইসরাইলেরর জবরদখলের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ চালিয়ে আসছে বলে উল্লেখ করেন এরদোগান।

১৯৬৭ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী একটি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তিনি। ফিলিস্তিনের সম্মতি ছাড়া কোন ধরণের চুক্তিকে সমর্থন দিবেন না বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের সাথে ইসরাইলের সম্পর্ক বৃদ্ধির মধ্যেই এরদোগানের এ বক্তব্য নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কাশ্মির ইস্যুতেও কথা বললেএরদোয়ান: জাতিসংঘে কাশ্মির ইস্যু তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে এ নিয়ে কথা বলেন তিনি। এরদোয়ান বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হলে কাশ্মির সমস্যার সমাধান করতে হবে। এটি এখনও একটি জ্বলন্ত সমস্যা। জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মিরের মানুষের প্রত্যাশা মেনে এই সমস্যার সমাধান করা দরকার।’ এদিকে এরদোয়ানের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি।

জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, তুরস্ককে অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো শিখতে হবে। তাদের নীতিতে এর প্রতিফলন থাকা দরকার।

টুইটারে দেওয়া এক পোস্টে তিরুমূর্তি বলেন, ‘ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্য আমাদের চোখে পড়েছে। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। দিল্লি তা কখনোই বরদাশত করবে না।’

গত এক বছর ধরে পাকিস্তানের বন্ধু দেশ তুরস্ক নানা আন্তর্জাতিক মঞ্চে কাশ্মির প্রসঙ্গ তুলছে বা তোলার চেষ্টা করছে। সপ্তাহখানেক আগেই তুরস্ক, পাকিস্তান এবং ওআইসি-র নিন্দা করেছিল ভারত। কারণ, তারা মানবাধিকার কাউন্সিলে কাশ্মির প্রসঙ্গ তুলেছিল। দিল্লির দাবি, তুরস্ক যেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে।

এমন সময়ে এরদোয়ান জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গের অবতারণা করলেন যখন এ ইস্যুতে দৃশ্যত পাকিস্তানকে পরিত্যাগ করেছে সৌদি আরব। রিয়াদ বরং দিল্লির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অধিক জোর দিচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top