সিডনী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


নির্বাচনের আগে ট্রাম্প-বাইডেন প্রথম বিতর্ক


প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ২২:৪৫

আপডেট:
১ অক্টোবর ২০২০ ২২:৪৬

 

প্রভাত ফেরী: চলতি বছরের ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। তার আগে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রথমবার বিতর্কে মুখোমুখি হয়েছেন।

৯০ মিনিটের বিতর্কের মধ্যে বেশ কয়েকবার দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তাদের মুখোমুখি হওয়ার এই অনুষ্ঠান টেলিভিশনে দেখেছে সাড়ে ছয় কোটি মানুষ। তবে গত মঙ্গলবার তাদের এই বিতর্ক ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতো জনপ্রিয় হয়নি। যদিও এখনো চূড়ান্ত গণনা আসেনি।

জানা গেছে, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনের মধ্যকার বিতর্ক টেলিভিশনের দর্শকের রেকর্ড ভেঙে দিয়েছিল। আট কোটি ৪০ লাখ দর্শক তাদের অনুষ্ঠান দেখেছিল টেলিভিশনে। তার আগে ১৯৮০ সালে রিগান-কার্টারের বিতর্ক টেলিভিশনে দেখেছিল আট কোটি ৬০ হাজার দর্শক।  জানা গেছে, গত মঙ্গলবার ট্রাম্প-বাইডেন বিতর্ক আটটি টেলিভিশন চ্যানেলে ছয় কোটি ৪০ লাখ ৭০ হাজার মানুষ দেখেছে।

অনুষ্ঠানে বাইডেনের কথা মধ্যে একাধিকবার বাধা দেন ট্রাম্প। দু’জনের বাকবিতণ্ডে উত্তপ্ত হয়ে উঠেছিল বিতর্কের মঞ্চ। এসময় শিষ্টাচারের সীমা ছাড়িয়ে একে অপরকে ব্যক্তিগত আক্রমণও করেন দুই নেতা। ডোনাল্ড ট্রাম্প বাইডেনের বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিপরীতে, বাইডেন ট্রাম্পকে ভাঁড় বলে মন্তব্য করেছেন। এছাড়া, বক্তব্যের মধ্যে কথা বলায় একপর্যায়ে ধমক দিয়ে প্রেসিডেন্টকে চুপ করতে বলেছেন এ ডেমোক্র্যাট নেতা।

বিতর্ক শান্তিপূর্ণভাবে পরিচালনায় ব্যর্থতার দায়ে সঞ্চালক ক্রিস ওয়ালেসের সমালোচনা করেছেন অনেকেই। যদিও তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিতর্কের আয়োজক কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট (সিপিডি)।

এক বিবৃতিতে তারা বলেছে, ক্রিস ওয়ালেস গতরাতে যে পেশাদারিত্ব ও দক্ষতা দেখিয়েছেন তার জন্য কমিশন কৃতজ্ঞ। বাকি বিতর্কগুলোতে নিয়ম বজায় রাখতে অতিরিক্ত সরঞ্জাম নিশ্চিত করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, মঙ্গলবারের বিতর্ক এটি পরিষ্কার করে দিয়েছে যে, বাকি বিতর্কগুলো আরও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা করতে বাড়তি উপাদান যোগ করতে হবে। সিপিডি পরিবর্তনীয় বিষয়গুলো বিবেচনা করছে এবং শিগগিরই সেগুলো চূড়ান্তের পর ঘোষণা করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top