সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৩শে ভাদ্র ১৪৩১


কেন্দ্রীয় বাজেটকে ‘বঞ্চনার বাজেট’ বললেন মমতা


প্রকাশিত:
২৫ জুলাই ২০২৪ ১২:০৯

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২৩

ফাইল ছবি

 

ভারতের কেন্দ্রীয় বাজেটকে পশ্চিমবঙ্গের প্রতি ‘বঞ্চনার বাজেট’ বলে অভিহিত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশটির বার্ষিক বাজেট ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বলছে, রাজ্যটি এবার আর তেমন অর্থ পায়নি।

বাজেট পেশের পর গতকালই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মমতা। তিনি বলেন, এবার ‘ঘুষের বাজেট’ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। সরকার টিকিয়ে রাখার জন্য বিহার ও অন্ধ্র প্রদেশের জন্য বাজেটে ‘ঘুষ’ দেওয়া হয়েছে।

মমতা বলেছেন, এই বাজেট শুধুই অন্ধকার অভিমুখীন। এটি বাংলার প্রতি বঞ্চনার বাজেট। এটি রাজনৈতিক বাজেট।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই বাজেট মোদির সরকার বাঁচানোর বাজেট। এই বাজেট ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর ব্যর্থ বাজেট। এই বাজেট গদি বাঁচানোর বাজেট। এই বাজেটে কোনো গ্যারান্টি নেই।

বিরোধী ইন্ডিয়া জোটের অন্য নেতারাও এই বাজেটের সমালোচনা করেছেন।

মোদি এবার জোট সরকার গড়েছেন। এই জোট সরকারের দুই গুরুত্বপূর্ণ শরিক বিহারের জনতা দল-সংযুক্ত (জেডিইউ) ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টি (টিডিপি)। ঘোষিত বাজেটে এই দুই রাজ্যকে খুশি রাখার চেষ্টা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top